স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ডাকঘর এলাকা থেকে ২৫০ পিস যৌন উত্তেজক ইয়াবাসহ নয়ন মিয়া (৩০) নামে এক মাদক সম্রাট কে আটক করেছে ডিবি পুলিশ। সে শহরের কামড়া পুর এলাকার বাসিন্দা লেবু মিয়ার পুত্র। গতকাল শনিবার রাত ৯ টায় ডিবি পুলিশের এসআই ইকবাল বাহার ও আব্দুল করিমের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকার অভিযান চালিয়ে নয়নকে আটক করে। এ সময় তার দেহ তল্লাশি করে লুঙ্গির পেছ থেকে প্রায় ২৫০পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ব্যাপারে এসআই ইকবাল বাহার জানান, সে দীর্ঘদিন ধরে সীমান্ত দিয়ে মাদক এনে হবিগঞ্জসহ বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে। এ ব্যপারে ডিবি পুলিশ বাদি হয়ে একটি মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে।