স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের উমেদনগর এলাকায় আব্দুর রউফ (৪০) নামের এক ব্যক্তি প্রতিপক্ষের হামলায় আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার সকাল সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে।
আহত সুত্র জানা যায়, ওই সময় আব্দুর রউফ চৌধুরী বাজার থেকে সওদা শেষে বাড়ি ফিরছিল। এ সময় তার প্রতিপক্ষের লোকজন তার উপর হামলা চালায়। এতে সে আহত হয়। সে ওই এলাকার মৃত আবুল হোসেনের পুত্র।