স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে প্রথমবারের ন্যায় প্রতিবন্ধি শিশুদের জন্য স্কুল চালু করেছে তাসনুভা-শামীম ফাউন্ডেশন। গতকাল সকালে হবিগঞ্জ শহরের মাহমুদাবাদ এলাকায় স্কুলের নতুন ভবন উদ্বোধন করেন হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহির।
তাসনুভা-শামীম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাগর আহমেদ শামীমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মহসিন আহমেদ এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, সাদত হোসেন, কবি তাহমিনা বেগম গিনি, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান ও অ্যাডভোকেট সামছুল হক।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু জাহির প্রতিবন্ধি স্কুলের জন্য ৪ লাখ টাকার অনুদান ঘোষণা করেন। পাশাপাশি ওই ক্যাম্পাসে একটি বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠার আহবান জানান। এ ব্যাপারে তিনি প্রবাসীসহ বিভিন্ন সমাজসেবকদের কাছ থেকে সহযোগিতা করারও আশ্বাস দেন। তার এই আহবানে সারা দিয়েছেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাগর আহমেদ শামীম। অচিরেই বৃদ্ধাশ্রম নির্মানের কাজ শুরু হবে বলে তিনি ঘোষণা দেন। পরে প্রধান অতিথি প্রতিবন্ধি ও দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।