প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচংয়ে উদীচী’র প্রতিষ্ঠাতা, উপমহাদেশের প্রখ্যাত সাংবাদিক, সাহিত্যিক, শিল্পী, সংগ্রামী সত্যেন সেন এর ৩৬ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ১নং বানিয়াচং উত্তর-পূর্ব ইউনিয়দ পরিষদ মিলনায়তনে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী বানিয়াচং উপজেলা শাখার সহ-সভাপতি ভানু চন্দ্র চন্দ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিপন চন্দ্র দাশ’র সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় সত্যেন সেন’র জীবন-কর্ম ও আদর্শ নিয়ে বক্তব্য রাখেন উদীচী হবিগঞ্জ জেলা সংসদের সদস্য ইমদাদুল হোসেন খান, উদীচী বানিয়াচং শাখার সহ-সভাপতি মোঃ জিতু মিয়া, সাংগঠনিক সম্পাদক কাউসার মিয়া, দপ্তর সম্পাদক সনজু দাশ এবং সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বানিয়াচং উপজেলা শাখার সাধারণ সম্পাদক মিনহাজুর রহমান তারেক।