রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুর সীমান্ত দিয়ে কোটি টাকা মূল্যের তক্ষক ভারতে পাচারকালে বিজিবির টহলদল গতকাল বুধবার দুপুরে মালঞ্চপুর এলাকা থেকে আটক করেছে। পরে এটি সাতছড়ি জাতীয় উদ্যানের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেছে বিজিবি। ৫৫ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল সাজ্জাদ হোসেন জানান, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ধর্মঘর বিওপির সুবেদার মহিউদ্দিনের নেতৃত্বে একদল বিজিবি টহল দেওয়ার সময় একটি ব্যাগ রেখে পাচারকারীরা পালিয়ে যায়। পরে টহল বিজিবি এটি উদ্ধার করে এ থেকে একটি তক্ষক জব্দ করে। পরে বিজিবির সদস্যরা এটি সাতছড়ি জাতীয় উদ্যানে বন কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেছে। সাতছড়ি রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন জানান, দুপুরেই তক্ষকটি বনে অবমুক্ত করা হয়েছে।