বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৯:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে জামায়াত নেতার মামলায় আওয়ামীলীগ নেতা সাইফুল চৌধুরী ও সন্তোষ দাশ গ্রেফতার খাদ্য সামগ্রী বিতরণকালে জিকে গউছ ॥ আওয়ামীলীগ সীমালঙ্গন করেছিল বলেই চরম ভরাডুবি হয়েছে ॥ এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে সরেজমিন তদন্ত না করেই আদালতে প্রতিবেদন ॥ বানিয়াচঙ্গে পাওনা টাকা ফেরত না দিয়ে এক ব্যবসায়ীকে মামলা দিয়ে হয়রানির অভিযোগ লাখাইয়ে পুলিশ অভিযানে গাঁজাসহ ৩ আসামী গ্রেপ্তার কারাগারে থেকেও বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার ঘটনায় আসামী হলেন ব্যবসায়ী আরেফিন রিয়াদ বিশিষ্ট শিক্ষাবিদ আব্দুল হান্নান চৌধুরী বৃত্তি প্রদান অনুষ্ঠিত চা-বাগানে দুর্দিন ॥ প্রভাব পড়েছে ব্যবসা বাণিজ্যে মিরপুর সড়কে টমটম উল্টে শিশু নিহত সাংবাদিক ও সংগীত শিল্পী সঞ্জীব চৌধুরী ১৭তম প্রয়াণ দিবসে স্মরণ সভা অনুষ্টিত চুনারুঘাট ও মাধবপুরে ৩ মাদক ব্যবসায়ী আটক

বাহুবলের মানবকল্যাণ উচ্চ বিদ্যালয়ে অনিয়ম-দুর্নীতি ফুঁসছে উঠেছেন স্থানীয়রা

  • আপডেট টাইম শুক্রবার, ৬ জানুয়ারী, ২০১৭
  • ৩৮২ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলের মানবকল্যাণ উচ্চ বিদ্যালয়ে অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে ফুঁসে উঠেছেন স্থানীয়রা। অনিয়ম-দুর্নীতি বন্ধ ও ভর্তি ফি কমানোর প্রতিবাদের মুখে ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি কার্যক্রম বন্ধ রয়েছে। এ অচলাবস্থা নিরসনের লক্ষ্যে আজ এক সালিশ বৈঠক আহ্বান করা হয়েছে।
স্থানীয় লোকজন জানান, দীর্ঘদিন ধরে মানবকল্যাণ হাইস্কুলের প্রধান শিক্ষক মুজিবুর রহমান ইচ্ছেমত বিদ্যালয় পরিচালনা করছেন। তিনি ম্যানেজিং কমিটির সভাপতি ছাড়া অন্য কারো সাথে কোন বিষয়ে পরামর্শ করেন না। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বেতন ও ভর্তি ফি আদায় সহ কোন প্রকার লেনদেনের জন্য তিনি কোন রশিদ ছাত্রছাত্রী কিংবা অভিভাবকদের দেন না। ভর্তি ফি ও এসএসসি পরীক্ষার্থীদের ফি আদায়ের ক্ষেত্রেও তিনি স্বেচ্ছাচারিতা প্রদর্শন করেন এবং অতিরিক্ত টাকা আদায় করেন। বিগত এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে ক্ষেত্র বিশেষে ৩ হাজার ২ টাকা থেকে ১ হাজার ৮শ টাকা পর্যন্ত আদায় করেছেন। দাতা সদস্যদের কাছ থেকে আদায়কৃত ১ লাখ ৪০ হাজার টাকারও কোন হিসাব দিচ্ছেন না প্রধান শিক্ষক। এ সব বিষয়ে দীর্ঘদিন ধরে ম্যানেজিং কমিটির সদস্যসহ অভিভাবকরা ক্ষোভে ফুঁসছিলেন। এ অবস্থায়ই প্রধান শিক্ষক নতুন বছর ৬ষ্ঠ শ্রেণী ছাত্র ভর্তি ফি ৭শ ৭০ টাকা নির্ধারণ করেন। বিষয়টি জানাজানি হলে গত ৩১ ডিসেম্বর ম্যানেজিং কমিটির সদস্যদের পক্ষ থেকে ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি ফি ৪শ টাকা নির্ধারণ করা হয়েছে বলে মাইকিং করে এলাকায় প্রচার করা হয়। পরদিন ১লা জানুয়ারি ছাত্রছাত্রী ও অভিভাবকরা ৬ষ্ঠ শ্রেণীতে ছাত্র ভর্তি করতে চাইলে প্রধান শিক্ষক ৭শ ৭০টাকা দাবি করেন। এ নিয়ে হট্টগোল সৃষ্টি হয়। এ বিষয়ে জানতে চাইলে ম্যানেজিং কমিটির সদস্য সাইফুর রহমান জুয়েল জানান, ১লা জানুয়ারি ভর্তি নিয়ে জটিলতা দেখা দিলে আমরা উপস্থিত হই। এ সময় প্রধান শিক্ষক জানান ৭শ ৭০ টাকা হারে ১২ জন শিক্ষার্থীকে ভর্তি করা হয়েছে। এ অবস্থায় আমরা ম্যানেজিং কমিটির সদস্যরা ভর্তি নির্ধারণ সংক্রান্ত বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক জানান, আগের কমিটির সিদ্ধান্ত মোতাবেক ৭শ ৭০ টাকা আদায় করা হয়েছে। এ সময় আমরা ৪শ টাকায় ছাত্র ভর্তির দাবি করলে প্রধান শিক্ষক বাধ্য হয়ে একজন ছাত্র ভর্তি করেন। এরপর থেকে ভর্তি কার্যক্রম বন্ধ রয়েছে। তিনি আরো জানান, সৃষ্ট জটিলতা নিরসনের লক্ষ্যে স্থানীয় ইউপি মেম্বার নূরুল ইসলাম তাহের একটি সালিশতার উদ্যোগ নিয়েছেন। আজ বৃহস্পতিবার এ সালিশ বৈঠক বসার কথা। সালিশ বৈঠকের বিষয়টিও মাইকযোগে এলাকায় প্রচার করা হয়েছে। বৈঠকে বিষয়টি নিষ্পত্তি হলে পূনরায় ভর্তি কার্যক্রম চালু হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com