বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৬:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে জামায়াত নেতার মামলায় আওয়ামীলীগ নেতা সাইফুল চৌধুরী ও সন্তোষ দাশ গ্রেফতার খাদ্য সামগ্রী বিতরণকালে জিকে গউছ ॥ আওয়ামীলীগ সীমালঙ্গন করেছিল বলেই চরম ভরাডুবি হয়েছে ॥ এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে সরেজমিন তদন্ত না করেই আদালতে প্রতিবেদন ॥ বানিয়াচঙ্গে পাওনা টাকা ফেরত না দিয়ে এক ব্যবসায়ীকে মামলা দিয়ে হয়রানির অভিযোগ লাখাইয়ে পুলিশ অভিযানে গাঁজাসহ ৩ আসামী গ্রেপ্তার কারাগারে থেকেও বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার ঘটনায় আসামী হলেন ব্যবসায়ী আরেফিন রিয়াদ বিশিষ্ট শিক্ষাবিদ আব্দুল হান্নান চৌধুরী বৃত্তি প্রদান অনুষ্ঠিত চা-বাগানে দুর্দিন ॥ প্রভাব পড়েছে ব্যবসা বাণিজ্যে মিরপুর সড়কে টমটম উল্টে শিশু নিহত সাংবাদিক ও সংগীত শিল্পী সঞ্জীব চৌধুরী ১৭তম প্রয়াণ দিবসে স্মরণ সভা অনুষ্টিত চুনারুঘাট ও মাধবপুরে ৩ মাদক ব্যবসায়ী আটক

ভূমিকম্পে কাঁপল হবিগঞ্জ কয়েকটি ভবনে ফাটল

  • আপডেট টাইম শুক্রবার, ৬ জানুয়ারী, ২০১৭
  • ৪১২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সারা দেশের ন্যায় হবিগঞ্জে ভূ-কম্পন অনুভূত হয়েছে। পরপর কয়েকবার এ কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল পাঁচ দশমিক তিন। গতকাল মঙ্গলবার দুপুর ৩টা ৮ মিনিটের দিকে ভূ-কম্পন অনুভূত হয়।
বিভিন্ন সূত্র থেকে জানা যায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের ত্রিপুরা রাজ্যের আম্বাসা থেকে ১৭ দশমিক ২ কিলোমিটার দূরে। এতে হবিগঞ্জে বেশ কয়েক সেকেন্ড ভূকম্পন হয়। ভূমিকম্পের কাঁপুনিতে বাসা-বাড়ী ও ব্যবসায়ী প্রতিষ্ঠানের লোকজন দৌড়ে বাইরে বের হয়ে আসেন। ভয়ে দিক-বিদিক ছুটাছুটি করেন পুরুষ-মহিলা ও শিশুরা। হবিগঞ্জ প্রাণ আরএফএল (বাইক) কোম্পানীর এক্সিকিউটিভ হাবিব বলেন, ভূমিকম্পের সাথে সাথে কোম্পানীতে অগ্নি সতর্কীকরণ ঘন্টা বেজে উঠলে শতশত শ্রমিক দৌড়ে নিরাপদ স্থানে অবস্থান নেয়। তবে হতাহত কিংবা ক্ষয়তি হয়নি। শক্তিশালী ভুমিকম্পে হবিগঞ্জের সাধারণ মানুষের আতঙ্কিত হয়ে পড়েন। ভয়ে অনেককে রাস্তায় নেমে আসতে দেখা গেছে। এ পর্যন্ত কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া না গেলেও বেশ কয়েকটি ভবনে ফাটলের খবর পাওয়া গেছে।
হবিগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মনিরুজ্জামান জানান, শহরের পৌরসভা রোড এলাকায় তৌহিদ কমপ্লেক্স নামে একটি বহুতল ভবন হেলে পড়েছে। এছাড়া তার পার্শ্ববর্তী আরও একটি ঝরাজীর্ণ ভবনও হেলে পড়েছে।
তিনি বলেন, এ দুইটি ভবন ছাড়াও বেশ কয়েকটি ভবনে ফাটল দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ শায়েস্তানগর নতুন পৌরসভা সড়ক এলাকায় তৌহিদ কমপ্লেক্সসহ এর পাশে আরো দুইটি পুরোনো ভবন রয়েছে। ইতোপুর্বে ভূমিকম্পে ভবনগুলোতে ফাটল দেখা দিলে কোন কোন ভবনের মালিক ফাটলের স্থান সিমেন্ট দিয়ে ভরাট করে রং এর মাধ্যমে ফাটল লুকানোর চেষ্টা করেন। ফলে গতকালকের ভূমিকম্পে ওই তিন ভবনের একটি হেলে পড়ে। এছাড়া মাধবপুরে একটি বহুতল ভবনের একাংশ ধ্বসে পড়েছে বলেও জানান ফায়ার সার্ভিসের উপসহকারি পরিচালক। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল বাংলাদেশ সীমান্তে অবস্থিত ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার লনতারাইয়ের দক্ষিণ মাছমারা এলাকায়। ঢাকা থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ১৭২ কিলোমিটার। ভূ-কম্পনের কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন আহমেদ জানান, ভূমিকম্প বেশি অনুভূত হয়েছে কুমিল্লা, ফেনীসহ আশপাশের জেলায়। অন্তত তিনবার ভূমিকম্প প্রচন্ড ঝাঁকুনি দেয়। প্রাথমিকভাবে এ ভূমিকম্পের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কী না-তা এখনো জানা যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com