অপু দাশ, শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ আগামী ১৬ ফেব্র“য়ারি উবাহাটা কাজী আজিমুন্নিছা হাফিজি মাদ্রাসা ও আল-হেরা এতিমখানার ১৭তম বাৎসরিক ইসলামিক সম্মেলন সফলের লক্ষে গতকাল সোমবার সকাল ১১ টায় মাদ্রাসার সভাকক্ষে জরুরী সহযোগী ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।
সভাটি সঞ্চালনা করেন কাজী আজিমুন্নিছা হাফিজি মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালক কাজী মোঃ আব্দুল বাছিত। কুরআন তেলায়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। মাদ্রাসার বাৎসরিক সভা ও মাদ্রাসার উন্নয়ন নিয়ে শুভেচ্ছা ভক্তব্য দেন কাজী মোঃ আব্দুল বাছিত। মাদ্রাসার ছাত্র ও শিক্ষার উন্নয়ন কামনায় বক্তব্য রাখেন উবাহাটা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রজব আলী।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ মুফতি আব্দুল হাশিম, মাষ্টার মোঃ হাবিবুর রহমান, বিশিষ্ট মুরব্বি আলহাজ্ব আব্দুল সাত্রার, ইউপি সদস্য মোঃ চান্দ আলী, মুখলিছুর রহমান। সভায় উপস্থিত ব্যক্তিবর্গ মাদ্রাসার উন্নয়ন ও বাৎসরিক সম্মেলন সফলের লক্ষে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন। পরিশেষে বিশেষ মোনাজাত করেন মাওলানা মো: আব্দুর রউফ।