প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ প্রেসক্লাবের নব-নির্বাচিত সাধারন সম্পাদক সলিল বরণ দাশকে সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল রবিবার দুপুরে নবীগঞ্জ আইডিয়াল উইমেন্স কলেজের উদ্যেগে এ সংবর্ধনা প্রদান করা হয়। উক্ত কলেজের অধ্যক্ষ মোঃ নজির মাহমুদের সভাপতিত্বে ও প্রভাষক মোঃ সুমন মিয়ার পরিচালনায় অনুষ্টিত অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক দৈনিক যুগান্তর প্রতিনিধি মোঃ সরওয়ার শিকদার। বিশেষ অতিথি ছিলেন সংবর্ধিত ব্যক্তিত্ব নবীগঞ্জ প্রেসক্লাবের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক ও কলেজের উপ-ব্যবস্থাপনা পরিচালক সলিল বরণ দাশ, উক্ত কলেজের ব্যবস্থাপনা পরিচালক নিরূপম দেব, পরিচালক সুশান্ত বৈদ্য। এতে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, প্রভাষক রিয়াদ মাহমুদ, নুর আলম, কংকন দাশ প্রমুখ। এ সময় উক্ত কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শেষে সংবর্ধিত ব্যক্তিত্ব নবীগঞ্জ প্রেসক্লাবের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক সলিল বরণ দাশকে প্রতিষ্টানের পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।