প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ প্রেসক্লাবের ২০১৭ সালের কার্যকরী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে দৈনিক হবিগঞ্জ সময়ের নির্বাহী সম্পাদক মুরাদ আহমদকে সভাপতি এবং দৈনিক ঢাকা নিউজ এর নবীগঞ্জ প্রতিনিধি এম এ মুহিতকে সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।
এছাড়া কার্যকরী কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন-সহ-সভাপতি শাহ সুলতান আহমেদ (দৈনিক সংগ্রাম), যুগ্ম সম্পাদক মোঃ ইব্রাহিম মিয়া (দৈনিক ডেসটিনি), অর্থ সম্পাদক আলী হাছান লিটন (দৈনিক নতুন বার্তা)। নির্বাহী সদস্যরা হলেন-মাষ্টার মোঃ সাদিকুর রহমান(দৈনিক গণকন্ঠ), এডভোকেট ফরিদ শিকদার (দৈনিক কালের ছবি), শেখ সামছুল ইসলাম (দৈনিক বিবিয়ানা), রিপন দেব (দৈনিক বণিক বার্তা), মহিনূর রহমান ওহি (দৈনিক হবিগঞ্জ সময়) ও মোঃ জসিম তালুকদার (দৈনিক আয়না)।
গত শনিবার বিকেলে নবীগঞ্জ প্রেসক্লাবের কার্যালয়ে এক সভায় প্রধান নির্বাচন কমিশনার মাষ্টার সাদিকুর রহমান ঘোষিত তফসিল অনুযায়ী বিভিন্ন পদে যারা মনোনয়ন পত্র দাখিল করেছেন তাদের বিপরীতে কোন প্রার্থী না থাকায় তাদেরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন।