বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জ থানার ওসি কামালের অপসারণের দাবীতে ঝাড়ু মিছিল নবীগঞ্জ সবজি দোকানে আগুন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি আগামীকাল দিনারপুর কলেজে আসছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহ পইল মাছের মেলায় প্যানেল চেয়ারম্যানকে হেনস্তা মাধবপুরে বিএনপির মিলন মেলা ॥ শিল্পপতি সৈয়দ ফয়সলকে প্রার্থী চান নেতাকর্মীরা নবীগঞ্জে তানহা জনি’র “কোমল হাতে স্নেহের পরশ” বইয়ের মোড়ক উন্মোচন চুনারুঘাট মুড়ারবন্দ ১২০ আউলিয়া মাজার শরীফে বার্ষিক ওরস শুরু নবীগঞ্জে ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্টিত বানিয়াচঙ্গে বৈষম্য বিরোধী আন্দোলনে ৯ জন নিহতের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২৬৪ জনের বিরুদ্ধে অভিযোগ নবীগঞ্জ অইনগাঁও সড়ক লাখো মানুষের কান্না !

হবিগঞ্জের সর্বত্র বই উৎসব ॥ নতুন বইয়ের ঘ্রানে মাতোয়ারা কোমলমতি শিশু শিক্ষার্থীরা

  • আপডেট টাইম সোমবার, ২ জানুয়ারী, ২০১৭
  • ৫১১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সারা দেশের ন্যায় হবিগঞ্জের সবগুলো শিক্ষাপ্রতিষ্ঠানে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। বছরের প্রথম দিনেই নতুন শ্রেণির নতুন বই হাতে পাওয়ায় আনন্দ উল্লাসে মেতে উঠেন শিক্ষার্থীরা। বিভিন্ন স্থান থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো রিপোর্ট-
হবিগঞ্জ হাইস্কুল এন্ড কলেজ ঃ গতকাল ১ জানুয়ারী রোববার বেলা ১১টায় হবিগঞ্জ হাইস্কুল এন্ড কলেজ মাঠে ২০১৭সালের বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করা হয়। এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলেজের গভর্নিংবডির সভাপতি আলহাজ্ব আলেয়া আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-লাখাই নির্বাচনী এলাকার নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট আবু জাহির। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার (অঃদাঃ) মুসাম্মাত আয়েশা আক্তার মজুমদার, হবিগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জিয়া উদ্দিন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) মোছাঃ ফেরদৌস আরা বেগম। স্বাগত বক্তব্য রাখেন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আলহাজ্ব মোঃ আবুল লেইছ। এছাড়া বক্তব্য রাখেন গভর্নিং বডির সদস্য মনসুর আলী, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ মাহবুব কামাল খান চৌধুরী, সিনিয়র শিক্ষক মাওলানা মোঃ আনোয়ার আলী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গভর্নিং সদস্য মোঃ আলাউদ্দিন, সিনিয়র শিক্ষক মোঃ আব্দুস সালাম, মোঃ জহিরুল ইসলাম, আলহাজ্ব সুফিয়া আক্তার, মাওলানা মাহবুবুর রহমান, শংকরী বনিক, সাবিনা চৌধুরী, সাবিনা ইয়াসমিন, সুধির চন্দ্র দে, সেলিনা আক্তার, শিউলি রানী দাস, তাহমিনা আক্তার, খোদেজা আক্তার, বিপ্লব কুমার দাস, পংকজ কান্তি তালুকদার, আক্তার নাহার পলি, মোঃ দুলাল মিয়া তালুকদার, রওশনারা বেগম মোঃ আশিক আলী, সুবর্না নার্গিস, কানিজ ফাতেমা, মনীরানী পাল, গৌরী রানী, নার্গিস পারভিন, শিরিন আক্তার, শাহ ফারজানা, ফারজানা চৌধুরী, তাসলিমা আক্তার প্রমুখ।প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন আজ সারা বাংলাদেশে পহেলা বৈশাখের ন্যায় বিনা মুল্যে পাঠ্যবই বিতরণ উৎসব অনুষ্ঠিত হচ্ছে। আজকের দিন দেশের জন্য একটি ঐতিহাসিক দিন। আগামীতে এ সরকার আরো সুযোগসুবিধা বাড়াবার চিন্তাভাবনা করছে যেন অভাবের তাড়নায় বাচ্চাগুলি ঝরে না পড়ে।
বাহুবল প্রতিনিধি : বাহুবলে সারা দেশের ন্যায় উৎসবমুখর পরিবেশে পাঠ্যপুস্তক উৎসব পালিত হয়েছে। নতুন বইয়ের গন্ধে মাতোয়ারা হয়েছে প্রায় অর্ধলক্ষ শিক্ষার্থী। উপজেলার প্রতিটি স্কুল-মাদরাসা মাঠে রোববার ছিল শিক্ষার্থীদের ভীড়। দীর্ঘ অপেক্ষার পর তারা নতুন বই হাতে পেয়ে বাঁধভাঙা উচ্ছ্বাসে মাতোয়ারা হয়ে উঠে। রোববার দুপুরে বাহুবল উপজেলা সদরের ঐতিহ্যবাহী ও প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান দীননাথ ইনস্টিটিউশন মডেল হাইস্কুলে পাঠ্যপুস্তক উৎসব অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইসহাক মিয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-সিলেটের দায়িত্বপ্রাপ্ত মহিলা সংসদ সদস্য এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, যমুনা টেলিভিশনের হেড অব প্রোগ্রাম সোপন রায়, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রেজ্জাক, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আব্দুস সাত্তার ও ম্যানেজিং কমিটির সদস্য অলিউর রহমান অলি প্রমুখ।
এছাড়া উপজেলা সদরের ছদরুল হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়, বাহুবল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিশলয় জুনিয়র হাই স্কুল, সৃজন বিদ্যাপীঠ জুনিয়র হাইস্কুল, পশ্চিম ভাদেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাদেশ্বর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, বি.সি উচ্চ বিদ্যালয়, মৌড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফয়জাবাদ উচ্চ বিদ্যালয়, মিরপুর শানসাইন কেজি এন্ড হাইস্কুলসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বই উৎসবের আয়োজন করা হয়।
নবীগঞ্জ প্রতিনিধি ঃ
গতকাল রবিবার সকাল ১০ টা থেকে সারা দেশের ন্যায় নবীগঞ্জ উপজেলার প্রতিটি স্কুলে বিনা মূল্যে বই বিতরন করা হয়। নতুন বছরের প্রথম দিনেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোমলমতি শিশুদের হাতে উপহার হিসেবে বই তুলে দিয়ে এই বই বিতরন উৎসবের উদ্বোধন করেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী। বিভিন্ন স্কুলে বই বিতরনকালে উপস্থিত ছিলেন- পৌরসভার সাবেক মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, পৌরসভার প্যানেল মেয়র-১ এটিএম সালাম, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, সহকারী শিক্ষা কর্মকর্তা খোরশেদ আলম, অধ্যাপক মুজিবুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শামীম চৌধুরী, প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, সাবেক যুবলীগ নেতা ইউসুফ চৌধুরী প্রমুখ। উপজেলার জে.কে মডেল উচ্চ বিদ্যালয়, নবীগঞ্জ আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়, শিবপাশা সরকারী প্রাথমিক বিদ্যালয়, গয়াহরি সরকারী প্রাথমিক বিদ্যালয়, তারনগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় ও জন্তরী সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ সবগুলো বিদ্যালয়ে বই বিতরণ করা হয়।
সমগ্র উপজেলায় এ বছর প্রাথমিক স্কুলের ৫১ হাজার ২শত ৩৬ জন শিক্ষার্থীদের মধ্যে ২ লাখ ২৮ হাজার ৩৬টি বই দেওয়া হয়। আর মাধ্যমিক পর্যায়ে ২০টি উচ্চ বিদ্যালয় ও ১৭টি মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ করা হয়।
নবীগঞ্জ নহরপুর শাহজালাল (র.) দাখিল মাদরাসা ঃ
নবীগঞ্জ নহরপুর শাহজালাল (র.) দাখিল মাদরাসায় বই বিতরণ উৎসব বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়। মাদরাসার সভাপতি আলহাজ্ব গোলাম রসুল রাহেল চৌধুরীর সভাপতিত্বে ও সহ: শিক্ষক মাও: মো: ইব্রাহীম মিয়ার উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তাজিনা সারোয়ার। বিশেষ অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: সাদেক হোসেন, নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো: আব্দুল গফুর চৌধুরী, পৌর কাউন্সিলর মো: কবির মিয়া, সুহেল আহমদ চৌধুরী রিপন, মো: ইজাজ মিয়া, মো: আলতাফ মিয়া, মো: মরম আলী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদরাসার সুপার মোহাম্মদ আব্দুছ ছালাম। অন্যান্যদের মধ্যে মো: সিরাজ মিয়া, মো: রফিজ মিয়া, ফারুক মিয়া, মো: ফজল মিয়া, কাপ্তান মিয়া, জাহিদ আহমদ সবুর মিয়াসহ, মাদরাসার শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।
চুনারুঘাট হাজী আলিম উল্লাহ মাদ্রাসা ঃ
সারাদেশের ন্যায় চুনারুঘাট উপজেলা সদরস্থ হাজী আলিম উল্লাহ সিনিয়র আলিম মাদ্রাসায় গতকাল রবিবার সকালে ছাত্র-ছাত্রীদের মাঝে ২০১৭ সনের বই বিতরণ উৎসব মাদ্রাসার অধ্যক্ষ ও উপজেলা জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি মাওলানা এ.কে আফছার আহমদ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত বই বিতরণ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মোঃ নাজমুল আলম।
এছাড়া অন্যান্য বিদ্যালয়েও বই বিতরণ করা হয়।
মাধবপুর প্রতিনিধি ঃ
রোববার সকালে মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রব্বানি মজুমদারের সভাপতিত্বে অনুষ্টিত বই উৎসবে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য এডভোকেট মাহবুব আলী। শিক্ষক মুছা মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, পৌর মেয়র হিরেন্দ্র লাল সাহা, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা সুকোমল রায়, পৌর আওয়ামীলীগের সভাপতি বেনু রায়, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ছিদ্দিকুর রহমান, প্রেসক্লাব সেক্রেটারী অলিদ মিয়া, শিক্ষক সাইফুল হক মৃদা প্রমুখ।
এছাড়া ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মাধবপুরের সর্বত্র জাতীয় বই উৎসব পালিত হয়েছে। রবিবার সকালে মাধবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাড.সুফিয়া আকতার হেলেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলাউদ্দিন আল রনি’র সভাপতিত্বে বই উৎসবে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা রিসোর্স অফিসার শাহাদাৎ হোসেন, সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, পৌর কাউন্সিলর আবুল বাশার, কাউন্সিলর বাবুল হোসেন, কাউন্সিলর আব্দুল হেকিম, বেবি টেক্সী সমবায় সমিতির সভাপতি হাজী ফিরোজ মিয়া, ঠিকাদার আকবর আলী, প্রবাসী নেতা তোফায়েল, প্রধান শিক্ষিকা শেখ উম্মেকুলসুম বিথী প্রমুখ।
উমেদনগর পৌর হাইস্কুল ঃ
গতকাল পহেলা জানুয়ারি ২০১৭ খ্রি: রোজ রবিবার হবিগঞ্জ পৌরসভার পরিচালনাধীন উমেদনগর পৌর হাইস্কুলে ছাত্র-ছাত্রীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে। এ উপলক্ষে আয়োজিত বই উৎসব অনুষ্ঠানে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও হবিগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র দীলিপ দাস শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী এম.এ জলিল, ম্যানেজিং কমিটির সদস্য বার সরদার মোঃ সুনা মিয়া, সদস্য মোঃ মিজানুর রহমান মিজান ও সহকারী শিক্ষকবৃন্দ, বিদ্যালয়ের সভাপতি তার বক্তব্যে বলেন, বছরের শুরুতে শিক্ষার্থীর হাতে বই তুলে দেওয়া বর্তমান সরকারের একটি বিরাট সাফল্য। বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার, এই সরকার শিক্ষার উন্নয়নে কাজ করে যাচ্ছে। ছাত্র-ছাত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, তোমাদের সকলকে পড়ালেখা করে অনেক বড় হতে হবে। আর সেই জন্য নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকা এবং বাড়ীতে নিয়মিত পড়ালেখা চালিয়ে যেতে হবে। বিদ্যালয়ের উন্নয়নে যা কিছু প্রয়োজন সবকিছু পৌরসভার অর্থায়নে করে দেওয়ার আশ্বাস প্রদান করেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com