প্রেস বিজ্ঞপ্তি ॥ কেক কেটে, বেলুন উড়িয়ে, বর্ণাঢ্য র্যালী ও শোভাযাত্রার মধ্য দিয়ে হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহ রাজিব আহমেদ রিংগন এর নেতৃত্বে হবিগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের গৌরবময় ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন করাে হয়েছে। পহেলা জানুয়ারি দিনের শুরুতে হবিগঞ্জ জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দদের নিয়ে কেক কাটে ও বেলুন উড়িয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কার্যক্রম শুরু হয়। পরে শায়েস্তানগর দলীয় অস্থায়ী কার্যালয় হতে পুলিশী বাধা উপেক্ষা করে হবিগঞ্জ শহরে বর্ণাঢ্য র্যালী ও শোভাযাত্রা বের হয়ে হবিগঞ্জ পৌরসভা সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহ্ রাজিব আহমেদ রিংগন এর সভাপতিত্বে ও সৈয়দ জনির সঞ্চালনায় অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাবেক নেতা সাজন আহমেদ। এছাড়াও বক্তব্য রাখেন শাহ মুর্শেদ আলম, শাহ আলম লস্কর রাজিব, সৈয়দ ইলিয়াস নাহিদ, শেখ ওসমান গনি রুমি, সদর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম রাব্বি, পৌর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক সাইফুর রহমান তারেক, মহসিন আলী মিসু, একেএএম বদরুদ্দৌজা রানা, আমিনুর ইসলাম বাপ্পি, সৈকত সরকার, কাউছার আহমেদ রনি, আরফিন আবদাল রিয়াদ, সজীব আহমেদ হৃদয়, পরান আহমেদ চৌধুরী, শিপন আহমেদ, মোমিন আহমেদ, সাহাবুদ্দিন আহমেদ, জালাল আহমেদ, নাজমুল ইসলাম, আজিজুল হক, খোকন আহমেদ, ইয়ারিন খাম ইমন, হৃদয় আহমেদ, একেএম মুরাদ, সামছুদ্দিন, মিন্টু, পলাশ, শেখ পলাশ, শামিম আহমেদ, এনামুল হক, শিপন আহমেদ, আফজল আহমেদ, এমরান মোঃ আলামিন, রেশাদ চৌধুরী, মস্তু আহমেদ, তানভীর রহমান প্রমুখ।