স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর লিডার মরহুম মোঃ মুহিত বখত চৌধুরীর জানাযা শেষে রাষ্ট্রিয় মর্যাদায় দাপন সম্পন্ন হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টায় হবিগঞ্জ শহরে প্রথম জানাযা এবং বাদ আছর ২য় জানাযা শেষে মরহুমের গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে দাপন করা হয়েছে। জানাযার পুর্বে হবিগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের পক্ষ থেক্ষে মরহুম গার্ড অব অনার প্রদান করা হয়েছে। মরহুমের প্রথম জানাযায় ইমামতি করেন মাওলানা আব্দুল করিম সিরাজনগরী। দিত্বীয় জানাযায় ইমামতি করেন মরহুমের পুত্র হাফেজ মাওলানা ইব্রাহীম বখত চৌধুরী তানভীর। জানাযার নামাজ শেষে বাংলাদেশ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স হবিগঞ্জের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। গার্ড অব অনার প্রদান করেন হবিগঞ্জ ফায়ার সাভিসের উপ-সহকারী পরিচালক মোঃ মনিরুজ্জামান, ওয়্যার হাউজ ইন্সপেক্টর আফছার উদ্দিন, মাধবপুর স্টেশনের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মোঃ ওয়ালিউল্লাহ, শায়েস্তাগঞ্জ স্টেশনের লিডার জামাল উদ্দিন শাহিন। মরহুমের জনাযার নামাজে বিভিন্ন সরকারী, বেসরকারী প্রতিষ্টানের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ ধর্মপ্রাণ মুসল্লীগণ অংশ গ্রহণ করেন।
উল্লেখ্য, মোঃ মুহিত বখত চৌধুরী গত শনিবার বেলা ১টা ৪৫মিনিটে ফায়ার সার্ভিসে কর্মরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর।