স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের নবীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় জেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এমএ হাকিমের বিসমিল্লাহ কপি হাউস নামের ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার রাত ৮টায় এক ঝাঁক সাংবাদিকের উপস্থিতিতে উদ্বোধন করা হয়। ফিতা কেটে ব্যবসা প্রতিষ্ঠানের উদ্বোধন করেন হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শাহ ফখরুজ্জামান। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সাংবাদিক শাকিল চৌধুরী, প্রদীপ দাশ সাগর, জিয়া উদ্দিন দুলাল, জুয়েল চৌধুরী, এম এ আজিজ সেলিম, এম সজলু, মোঃ আক্তার হোসেন, জাহেদ আলী মামুন, নুর উদ্দিন সুমন, শায়েস্তাগঞ্জ থানার ওসি মোঃ নাজিম উদ্দিন, যুবলীগ নেতা আব্দুল মালেক, বিপুল রায়, মোতাহের হোসেন রিজু, দেলোয়ার খান, আবুল কাসেম রুবেল প্রমুখ। উদ্বোধনের আগে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।