মাধবপুর প্রতিনিধি ॥ ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মাধবপুরের সর্বত্র জাতীয় বই উৎসব পালিত হয়েছে। রবিবার সকালে মাধবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাড. সুফিয়া আকতার হেলেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলাউদ্দিন আল রনি’র সভাপতিত্বে বই উৎসবে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা রিসোর্স অফিসার শাহাদাৎ হোসেন, সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, পৌর কাউন্সিলর আবুল বাশার, কাউন্সিলর বাবুল হোসেন, কাউন্সিলর আব্দুল হেকিম, বেবি টেক্সী সমবায় সমিতির সভাপতি হাজী ফিরোজ মিয়া, ঠিকাদার আকবর আলী, প্রবাসী নেতা তোফায়েল, প্রধান শিক্ষিকা শেখ উম্মেকুলসুম বির্থী প্রমূখ।