স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর বহুলা গ্রামে এডঃ মোঃ আবু জাহির উচ্ছ বিদ্যালয়ে বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে স্কুলের নতুন ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে এই বই বিতরণ করা হয়। স্কুলের প্রধান শিক্ষক আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সদ্য সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এডঃ শাহ ফখরুজ্জামান। এছাড়াও বক্তব্য রাখেন, সালেহ আহমেদ, আব্দুল গণি, আলমগীর আলম, তানভীর আহমেদ জুয়েল, স্বপন আহমেদ, আহমদ আলী প্রমুখ। উল্লেখ্য, এ বছর স্কুলে নবম শ্রেণী চালু হয়েছে। জেএসসি পরীক্ষায় স্কুলটি থেকে প্রথমবারেই শতভাগ সাফল্য অর্জন করে।