চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে ৬ মাসের সাজাসহ বেশ কয়েকটি মামলার পলাতক আসামী কেরামত আলী (৪৮)কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত কেরামত আলী উপজেলার পাইকপাড়া ইউনিয়নের হলদিওরা গ্রামের মৃত চেরাগ আলীর পুত্র। গতকাল রোববার সকাল সাড়ে ৯টায় তার নিজ বসতবাড়িতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
চুনারুঘাট থানার এসআই মাসুদুজ্জামান জানান, আদালতে দায়ের করা একটি মামলায় তার ৬ মাসের সাজা হয়। এর পর থেকে সে পলাতক ছিল। এছাড়া তার বিরুদ্ধে আরো কয়েকটি মামলায় ওয়ারেন্ট রয়েছে।