চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটের সাতছড়ি জাতীয় উদ্যানে পর্যটককে ইভটিজিং করার অভিযোগে দুই বখাটেকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মাশহুদুল কবীর এ আদেশ দেন। দন্ডপ্রাপ্তরা হলো মাধবপুর উপজেলার হরিতল গ্রামের ইসমাইল মিয়ার পুত্র আঃ কাইয়ূম ও নুরুল ইসলামের ছেলে মনিরুল ইসলাম। তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।
জানা যায়, হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখাল গ্রামের সিরাজ আলীর ছেলে রুমান মিয়া (২০) তার এক আত্বীয়কে (স্কুল ছাত্রী) নিয়ে গতকাল দুপুরে সাতছড়ি জাতীয় উদ্যানে বেড়াতে আসে। তারা ট্রেইলে হাটার সময় মনিরুল ও কাইয়ূমসহ তাদের আরও কয়েকজন সহযোগীকে নিয়ে রুমানের সাথে থাকা মেয়েটিকে শ্লীলতাহানির উদ্দেশ্যে তাদের ধাওয়া করে। ছেলে ও মেয়েটি দৌড়ে সড়কে উঠে গেলে উদ্যানে থাকা লোকজন তাদের আটক করলেও অন্যরা পালিয়ে যায়। পরে মেয়েটি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ভ্রাম্যমান আদালত বসিয়ে ৫০৯ ধারায় দুই যুবকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।