স্টাফ রির্পোটার ॥ আওয়ামীলীগ উপদেষ্টা মন্ডলীর সাবেক সদস্য এবং সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে হবিগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিয়নের সাধারণ সম্পাদক আতাউর রহমানের ব্যক্তিগত উদ্যোগে দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল দুপুরে হবিগঞ্জ রেড ক্রিসেন্ট ভবনে শাহ এ এম এস কিবরিয়া স্মরণে আলোচনায় অংশ নেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুর রউফ, অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত কুমার হালদার, যুক্তরাজ্যের ম্যানচেষ্টার বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি মঈনুল আমীন বুলবুল, খোকন চৌধুরী, রেড ক্রিসেন্টর কার্য নির্বাহী সদস্য মুহিবুল হক চৌধুরী, লুৎফুর নাহার চৌধুরী স্মৃতি, নাজিম উদ্দিন খাঁন, মিজানুর রহমান শামীম, যুব প্রধান পঙ্কজ কান্তি পল্লব, উপ যুব প্রধান আলমগীর মিয়া, যুব সদস্য রুবেল চৌধুরী, আশিষ কুমার কুড়ি, জাকারিয়া রুবেল, বিদ্যুৎ দাশ প্রমূখ।
হবিগঞ্জ রেড ক্রিসেন্ট এর সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিম এর সভাপতিত্বে সভায় বক্তারা, ঘটনার তদন্ত দ্রুত শেষ করে বিচার প্রক্রিয়া সম্পন্ন, ঘটনাস্থল বৈদ্যের বাজারে স্মৃতিসৌধ নির্মান করার দাবি জানান। এদিকে সভা শেষে আতাউর রহমান সেলিম এর ব্যক্তিগত উদ্যোগে প্রায় ৩শতাধিক দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
উল্লেখ্য ২০০৫ সালের ২৭ জানুয়ারী হবিগঞ্জ সদর উপজেলা বৈদ্যের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জনসভা শেষে গাড়িতে উঠার সময় গ্রেনেড হামলায় সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া, তার ভাতিজা শাহ মঞ্জরুল হুদা, স্থানীয় আওয়ামীলীগ কর্মী ছিদ্দিক আলী, আব্দুর রহিম নিহত হয়। এ সময় আহত হয় কমপক্ষে ৭০ জন।