স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌর মেয়র আলহাজ্ব জিকে গউছ বলেছেন, ‘মরহুম আবু লেইছ মোঃ মুবিন চৌধুরীর মতো একজন ত্যাগী, সৎ ও নিষ্টাবান রাজনৈতিক নেতাকে হবিগঞ্জের মানুষ আজীবন মনে রাখবে। শিক্ষা মানুষকে যে বিনয়ী করে তা আবু লেইছ মোঃ মুবিন চৌধুরীর সাথে আলাপ করলেই অনুভব করা যেত।’ হবিগঞ্জ পৌরসভা আয়োজিত এক নাগরিক শোকসভায় তিনি এসব কথা বলেন। গতকাল সন্ধ্যায় এম সাইফুর রহমান টাউন হলে আয়োজিত এ নাগরিক শোকসভায় হবিগঞ্জের রাজনীতিবিদ, আইনজীবী, ব্যবসায়ী, সাংবাদিকসহ বিভিন্নস্তরের নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় আরো বক্তব্য রাখেন প্রফেসর মোঃ আব্দুল্লাহ, প্রফেসর মোঃ ইকরামূল ওয়াদুদ, এডভোকেট সৈয়দ আফরোজ বখত, এডভোকেট মারুফ চৌধুরী, এডভোকেট এম এ নুর খান, শফিকুর রহমান ফারছু, শংকর পাল, এম এ রব, এডভোকেট সালেহ্ উদ্দিন আহমেদ, ওয়াহিদুজ্জামান আগা মিয়া, আব্দুল ওয়াদুদ তালুকদার, ইসলাম তরফদার তনু, মোঃ হাবিবুর রহমান, এডভোকেট বজলুর রহমান, গোলাম মোস্তফা রফিক, এডভোকেট নুরুল ইসলাম, মোঃ ইলিয়াস মিয়া, তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, মাহবুবুর রহমান আওয়াল, ফজলুর রহমান লেবু ও মোহাম্মদ আলী মমিন। মরহুমের পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন কামরুল হক জাকারিয়া চৌধুরী পারভেজ। স্বাগত বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর মোঃ মাহবুবুল হক হেলাল। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন হাফেজ মাহফুজুর রহমান। পরে মরহুমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। মরহুম আবু লেইছ মোঃ মুবিন চৌধুরী সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বলেন তিনি ছিলেন একজন আদর্শ রাজনীতিবিদ। আবু লেইছ মোঃ মুবিন চৌধুরী দুর্নীতি ও স্বজনপ্রীতির উর্ধ্বে থেকে নিঃস্বার্থভাবে জনমানুষের সেবা করে গেছেন।