স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়নের ৪টি উন্নয়নমূলক প্রকল্প উদ্বোধন করেন বানিয়াচং-আজমিরীগঞ্জ নির্বাচনী এলাকার সংসদ সদস্য এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান। উদ্বোধনকৃত প্রকল্পগুলো হল কাকাইলছেও ইউনিয়নের আনন্দপুরের নিকট বশিরা নদীর উপর ১ কোটি ৫০ লক্ষ টাকা ব্যয়ে নবনির্মিত ব্রীজ, ১ কোটি ২ লক্ষ ও ৭৯ লক্ষ টাকা ব্যয়ে কাকাইলছেও মমচাঁন ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ে ১টি একাডেমি কাম বন্যা আশ্রয় কেন্দ্র ও একাডেমি ভবন, ৫৯ লক্ষ টাকা ব্যয়ে আঃ হেকিম ভূঁইয়া হাই স্কুল এন্ড কলেজের একাডেমিক ভবন। গতকাল মঙ্গলবার তিনি উক্ত উন্নয়নমূলক প্রকল্প গুলো উদ্বোধন করেন। উদ্বোধন শেষে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় এমপি মজিদ খান বলেন, শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলছে বাংলাদেশ। তিনি বলেন, বর্তমান সরকারের আমলে আমার নির্বাচনী এলাকায় ১৩টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্ত করা হয়েছে। অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবন নির্মাণ করা হয়েছে। ১ কোটি ৮০ লক্ষ টাকা ব্যয়ে ৫টি নতুন স্কুল স্থাপন করা হয়েছে। শতাধিক প্রাইমারী স্কুলে নতুন ভবন নির্মাণ করা হয়েছে। তাছাড়া স্কুল, কলেজ, ব্রীজ, কালভার্ট, রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন হয়েছে। ১১৬ কোটি টাকা ব্যয়ে বাািনয়াচং-আজমিরীগঞ্জ শরীফ উদ্দিন সড়কের উন্নয়নমূলক কাজ চলমান। ৫০ কোটি টাকা ব্যয়ে বানিয়াচং-নবীগঞ্জ মেজর জেনারেল এম.এ রব সড়কের উন্নয়নমূলক কাজ চলমান। ৫০ কোটি টাকা ব্যয়ে বানিয়াচং-আজমিরগিঞ্জ ভায়া শিবপাশা সড়কের উন্নয়ন কাজ চলমান। প্রায় ৩৫০ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। এই উন্নয়নের ধারাকে গতিশীল করতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।
কাকাইলছেও ইউনিয়নের চেয়ারম্যান নূরুল হক ভূঁইয়ার সভাপতিত্বে ও আব্দুল হেকিম ভূঁইয়া স্কুলের সহকারী শিক্ষক আকছির মিয়ার পরিচালনায় উক্ত জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোঃ আতর আলী মিয়া, আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিছবা উদ্দিন ভূঁইয়া, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মর্তুজা হাসান, আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার শিখা, উপজেলা প্রকৌশলী আব্দুল হান্নান, নাগুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন প্রফুল্ল বৈষ্ণব, শিবপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তকছির মিয়া, জলসুখা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল কাদির সামছু, তোফায়েল ভূঁইয়া প্রমুখ।