লন্ডন প্রতিনিধি ॥ গত ২৫ ডিসেম্বর রবিবার বৃটেনে ক্রিসমাসের ছুটির দিনে চুনারুঘাট এসোসিয়েশন ইউকের উদ্যোগে পালন করা হয় মহান বিজয় উৎসব ২০১৬। খ্রিস্টানদের ক্রিসমাস উপলক্ষে সরকারী ছুটির দিন থাকায় চুনারুঘাট এসোসিয়েশন এর বিজয় উৎসব সব হবিগঞ্জবাসীকে বাড়তি আনন্দ এনে দেয়। এ যেন এক মিলন মেলায় পরিনত হয়। লন্ডন এবং আশপাশের শহর থেকেও স্বপরিবারে এসে এ আনন্দ উপভোগ করেন হবিগঞ্জবাসীগন। প্রতি বৎসর এই দিনে চুনারুঘাট এসোসিয়েশন ইউকের সভাপতি ও হবিগঞ্জ ডিষ্ট্রীক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সহ-সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী, কমিউনিটি নেতা গাজীউর রহমান গাজী এই আনন্দ উৎসবের আয়োজন করেন। অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনেকেই মুক্তিযুদ্ধের এবং যুদ্ধক্ষেত্রের স্মৃতিচারণ করেন, মুক্তিযুদ্ধের
চেতনায় উব্ধুদ্ধ হয়ে সবাইকে দেশ পরিচালনায় সহযোগিতা করার আহবান জানানো হয়। চুনারুঘাট এসোসিয়েশন ইউকের সভাপতি গাজীউর রহমান গাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জালাল আহমেদ এর প্রানবন্ত উপস্থাপনায় বিজয় দিবসের আলোচনায় অংশগ্রহন করেন বিশিষ্ট কমিউনিটি নেতা বৃটেনে হবিগঞ্জের মুরুব্বি, হবিগঞ্জ ডিষ্ট্রীক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ আজিজ, কেমডেনের বিশিষ্ট কমিউনিটি নেতা ছালিক মিয়া, শহিদুল আলম চৌধুরী বাচ্চু, সিভিল সার্ভেন্ট তাহির আলী, কবি দেওয়ান হাবিব চৌধুরী, কোষাধ্যক্ষ মাসুক আহমেদ, নজরুল ইসলাম আকিব, জুয়েল চৌধুরী, কবি কাজল রশিদ, আমিনুর রশিদ শিলপু, শাহ আশফাকুল কবির, মারুফ চৌধুরী, এ রহমান অলি, প্রচার সম্পাদক আফজাল খান, অলিউর রহমান শাহিন, কামাল চৌধুরী, একাউন্টেন্ট ইমরুল হোসাইন, দেওয়ান সৈয়দ রব মোর্শেদ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন সর্বজনাব সৈয়দ আমিনুর রশিদ, এনামুর রহমান রানা, আব্দুল মোতাকাব্বির বাচ্চু, সাইদুর রহমান রানা, কাজী শামীম, আঃ শহীদ, জালালুর রহমান, শাজ্জাদ খান, খায়ের আহমেদ, এ কে এম মোফাজ্জল হাসান শ্যামল, আব্দুল হালিম, মর্তুজা মিয়া, শওকত আহমেদ, সোহেল মিয়া, মজিবুল হক, আঃ রউফ, মোঃ জাকারিয়া, ঝিনু মিয়া, ওয়াহেদ মিয়া, মহিদুল, তানিম, রন্জন প্রমুখ। অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্টিত হয়। এতে দেশের গান সহ সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশসহ বৃটেনের জনপ্রিয় শিল্পীবৃন্দদের মধ্যে বাংলাদেশের বিখ্যাত শিল্পী মামুন, ইফফাত আরা খানম, তাহির আলী, রৌশন আরা মনি, মিশন, বাহার, সোহেল সহ স্থানীয় শিল্পীবৃন্দ। উক্ত অনুষ্ঠানে ইংল্যান্ড ও ইউরোপে বসবাসরত বিপুল সংখ্যক হবিগঞ্জবাসী উপস্থিত ছিলেন।