নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ শহরের হাসপাতাল রোডস্থ সাবিত্রি মেডিকেল হলকে ২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বিভিন্ন ওষুধ কোম্পানীর সেম্পোল ওষুধ (যাতে লেখা ছিল বিক্রির জন্য নহে) রাখার দায়ে ওই ফার্মেসীকে এই আর্থিক জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সরওয়ার গতকাল সন্ধ্যা ৭ টায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। সাবিত্রি মেডিকেল হলটির মালিক নিখিল নাথ। এ ফার্মেসীতেই তার ভাই ডাঃ ননী গোপাল নাথের চেম্বার রয়েছে। নবীগঞ্জ উপজেলা ক্যামিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জালাল আহমদ সাবিত্রি মেডিকেল হলকে ভ্রাম্যমান আদালত কর্র্তৃক আর্থিক জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন।