স্টাফ রিপোর্টার ॥ আগের দিন শ্বশুর বাড়ি বেড়াতে গিয়েছিলেন শাহেদ আলী (৪০)। পরদিন টমটমে করে রড, সিমেন্ট ও টিন নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন। কিন্তু পথিমধ্যে টমটম উল্টে নিহত হন তিনি। নিহত শাহেদ আলী বানিয়াচং উপজেলার মক্রমপুর গ্রামের আতাহার আলীর ছেলে। গতকাল শনিবার সকাল ৮টার দিকে হবিগঞ্জ নতুন বাস টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শাহেদ আলী শুক্রবার তার শ্বশুড় বাড়ি হবিগঞ্জ সদর উপজেলার জগতপুরে বেড়াতে যান। গতকাল শনিবার সকালে পাইকপাড়া বাজার থেকে রড, সিমেন্ট ও টিন ক্রয় করে একটি টমটমযোগে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। টমটমটি নতুন বাস টার্মিনাল এলাকায় পৌঁছলে একটি গর্তে পড়ে উল্টে যায়। এতে চাপা পড়ে গুরুতর আহত হন শাহেদ আলী। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১১টার দিকে তিনি মারা যান। আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দেবাশীষ দাস তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।