মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর সোনাই আবাসন প্রকল্প সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোকলেছুর রহমান শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করেন। স্থানীয় কাউন্সিলর বাবুল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন শিক্ষা কর্মকর্তা মোঃ ছিদ্দিকুর রহমান, আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা সুকোমল রায়, প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি, সাবেক সাধারন সম্পাদক মিজানুর রহমান, প্রধান শিক্ষিকা লিপি আক্তার, মুক্তিযোদ্ধা ঝারু মিয়া, প্রধান শিক্ষিকা মিলি চৌধুরী, প্রধান শিক্ষক আক্তার মিয়া, সহকারী শিক্ষিকা শিউলী রায় প্রমুখ। উল্লেখ্য যে, পৌরসভার ৩নং ওয়ার্ডের সোনাই আবাসন প্রকল্পে এ বিদ্যালয়টি চালু হওয়ায় ঝরেপড়া শতাধিক শিশু প্রাথমিক শিক্ষা লাভের সুযোগ পাবে।