স্টাফ রিপোর্টার ॥ কুমিল্লায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নবীগঞ্জের ৩ ব্যক্তিসহ ৪জন নিহত হয়েছে। নিহতরা হলেন, নবীগঞ্জ উপজেলার বালিধারা গ্রামের মাহমুদ মিয়ার পুত্র ইকবাল হোসেন (২০), একই উপজেলার আদনা গ্রামের এরশাদ মিয়ার পুত্র আয়নাল হোসেন (২২) এবং আয়নালের ভাই মনসুর (১৮)। অপর নিহত ব্যক্তি হলেন, পিকআপ ভ্যানের চালক মৌলভীবাজারের লামিয়া গ্রামের ক্ষিতিস দাসের পুত্র সুমন দাস (৩২)। গতকাল শুক্রবার সকাল ৭টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার দয়াপুরসংলগ্ন অ্যাডভান্স ফিলিং স্টেশনের কাছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
কুমিল্লা ময়নামতি হাইওয়ে ক্রসিং ফাঁড়ির এসআই মোহাম্মদ হানিফ জানান, জেলার সদর দক্ষিণ উপজেলার দয়াপুরের কাছে অ্যাডভান্স সিএনজি স্টেশনের সামনে ঢাকাগামী একটি মুরগির বোঝাই পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাড়িয়ে থাকা একটি গাড়ীর সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে পিকআপ ভ্যানের চালকসহ চারজন নিহত হন। দুর্ঘটনার পর অজ্ঞাত পরিবহনটি ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ওসি মো. মাহবুবুর রহমান জানান, শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যায় পিকআপ ভ্যানটি। লাশগুলো ময়নামতি হাইওয়ে থানায় রাখা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।