মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ সরকারী বিল লীজ না নিয়ে মাছ ধরার অপরাধে দুই সহোদরকে আর্থিক জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। আর্থিক দণ্ডপ্রাপ্ত দুই সহোদর হলেন-কুর্শি ইউনিয়নের আলমপুর গ্রামের সিতার মিয়া ও কামাল মিয়া। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কুর্শি ইউনিয়নের আলমপুর গ্রামের পার্শ্ববর্তী আলমপুর বড় বিল নামে একটি সরকারী জলমহালে কত কয়েকদিন ধরে ওই গ্রামের ৮/১০ জন মিলে মাছ ধরছিল। এলাকাবাসী এর প্রতিবাদ করলে তারা জানায় যে, সরকারীভাবে ৯০ বছরের জন্য বিলটি লীজ নিয়ে এসেছে। গ্রামের লোকজন স্থানীয় ইউনিয়ন ভূমি অফিসে খোঁজ নিয়ে জানতে পারেন এই লীজের খবর ভূয়া। লীজের কথা বলে প্রভাব কাটিয়ে তারা মাছ ধরছে। গতকাল বৃহস্পতিবার প্রতিদিনের ন্যায় মুর্শেদ, কামাল, সিতার, আলাল, জয়নাল, মাহমুদ এবং আব্দুর রউপসহ আরো কয়েজন মিলে ওই বিলে মাছ ধরছিল। এ খবর পেয়ে গোপলাবাজার ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও তহশিলদার মিলে ঘটনাস্থলে গিয়ে পানি সেচ মেশিন ও মাছসহ দুই সহোদর সিতার মিয়া ও কামাল মিয়াকে আটক করে। এ সময় অন্যান্যরা পােিলয়ে যায়। আটককৃতদের বিকেলে সহকারী কমিশনার ভূমি জিতেন্দ্র মজুমদার’র কার্যালয়ে হাজির করা হলে সেখানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২ জনকে ৫হাজার টাকা করে জরিমানা করেন।