স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের আলোচিত চোরা কাদির (৩৫) কে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার ভোরে সদর মডেল থানার ওসি ইয়াছিনুল হকের নেতৃত্বে একদল পুলিশ সুলতান মাহমদপুর এলাকায় অভিযান চালায়। এ সময় সে দোতালা থেকে পুকুরে ঝাপ দেয়। পুলিশ পুকুর থেকে তাকে গ্রেফতার করে। তখন সে আহত হয়। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে গতকাল বিকালে কারাগারে প্রেরণ করা হয়। সে সুলতান মাহমুদপুর গ্রামের মৃত আবু মিয়ার পুত্র।
ওসি জানান, কাদিরের বিরুদ্ধে ৫টি চুরির মামলা ও দুইটি অসামাজিক কার্যকলাপের মামলা ছাড়াও বিভিন্ন অভিযোগ রয়েছে।