চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট পৌর শহরের উত্তর বাজারস্থ রাণীগাঁও রোডে বেপরোয়া ট্রাক্ট্ররের চাপায় এক কিশোর নিহত হয়েছে। নিহত কিশোরের নাম সাবাজ মিয়া (১৫)। সে পৌর শহরের বাগবাড়ীর গ্রামের চেরাগ আলীর পুত্র। সন্ধ্যায় চুনারুঘাটের জারুলিয়া এলাকায় ট্রাক্টর ও সিএনজি সংঘর্ষে শোহা (৩) বছর নামেক এক শিশুর মৃত্যু হয়েছে। শোহা উপজেলার দেওরগাছ ইউনিয়নের ময়নাবাদ গ্রামের সুয়েব তালুকদারের মেয়ে। একদিনে চুনারুঘাটে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল মঙ্গলবার সকাল আনুমানিক সাড়ে ৯টায় মাটি ভর্তি একটি ট্রাক্ট্রর বেপরোয়া গতিতে এসে ওই কিশোরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। ট্রাক্ট্ররের চালক পালিয়ে গেলেও স্থানীয় জনতা ট্রাক্ট্ররটি আটক করে পুলিশকে খবর দেয়। চুনারুঘাট থানা পুলিশ কিশোরের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এদিকে গতকাল সন্ধ্যায় চুনারুঘাটের জারুলিয়া এলাকায় ট্রাক্টর ও সিএনজি সংঘর্ষে শোহা (৩) বছর নামেক এক শিশুর মৃত্যু হয়েছে। অপরদিকে সকালে টাক্টর চাপায় এক যুবক মারা গেছে। একদিনে ট্রাক্টরে ২টি তাজা প্রাণ ঝড়ে গেল। এলাকাবাসীর দাবী রাক্ষুসে ওইসব ট্রাক্ট্রর গুলোর নিচে চাপা পড়ে সাধারণ মানুষ থেকে শুরু খেটে খাওয়া শ্রমিক পর্যন্ত অকালে প্রাণ হারাচ্ছে। অথচ মহাসড়ক কিংবা জনচলাচলের রাস্তায় ওইসব রাক্ষুসে ট্রাক্ট্রর গুলোর চলাচল বন্ধ হচ্ছে না। অবিলম্বে ওই সব রাক্ষুসে ট্রাক্ট্ররগুলো মহাসড়ক সহ শহর এলাকায় চলাচল বন্ধের দাবী জানান সচেতন মহল।