চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার ছনবাড়ী থেকে ৭৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বিজিবি। মঙ্গলবার বিকাল ৩টার দিকে রাস্তার বস্তার ভিতর থেকে মদগুলো উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, একদল বিজিবি ছনবাড়ী নামক স্থান থেকে মদের বস্তা উদ্ধার করেন। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মদের মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। বস্তায় ৪৫ বোতল ম্যাক ডোনাল্ড ও ৩০ বোতল অফিসার চয়েজ রয়েছে। ৫৫ ব্যাটলিয়ন চিমটিবিল ক্যাম্পের সুবেদার দবির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।