স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলা মেডিকেল অফিসার ডাঃ তাপস কুমারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। নবীগঞ্জ উপজেলার নহরপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে শিপন মিয়া ওই ডাক্তারের বিরুদ্ধে সিভিল সার্জন বরাবরে লিখিত অভিযোগটি দায়ের করেছেন।
অভিযোগে উল্লেখ করা হয়-গত ১৬ নভেম্বর অভিযোগকারী শিপন মিয়া প্রতিপক্ষের আঘাতে আঘাতপ্রাপ্ত হন। পরদিন ১৭ নভেম্বর তিনি নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নেন। চিকিৎসকের পরামর্শ মতে শিপন মিয়া নবীগঞ্জ হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের মাধ্যমে জখমস্থল এক্স-রে করানো হয়। এক্স-রে রিপোর্টে হাড়ভাঙ্গা ধরা পড়ে। মেডিকেল অফিসার নবীগঞ্জ হাসপাতালে হাড়ভাঙ্গা রিপোর্ট দাখিল করেন। পরবর্তীতে শিপন মিয়ার প্রতিপক্ষ উক্ত এক্স-রে রিপোর্টটি ভূয়া বলে দাবী করেন। এরই প্রেক্ষিতে ৯জানুয়ারী তারিখে নবীগঞ্জ থানা পুলিশ শিপনকে স্কটের মাধ্যমে হবিগঞ্জ হাসপাতালে নিয়ে এসে পুনরায় এক্স-রে করায়। এতেও হাড়ভাঙ্গা ধরা পড়ে এবং ডাক্তার পুর্নেন্দু বিশ্বাস মতামত প্রদান করেন। কিন্তু নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার তাপস কুমার প্রতিপক্ষের দ্বারা বশিভূত হয়ে হাড়ভাঙ্গা পুরাতন উল্লেখ করে মেডিকেল সার্টিফিকেট প্রদান করেন। এতে শিপন মিয়া ন্যায় বিচার হতে বঞ্চিত হওয়ার আশংকা করছেন। তিনি জখমী সার্টিফিকেট সংশোধনপূর্বক পুনরায় সঠিক সার্টিফিকেট প্রদান করার দাবী জানান। শিপন মিয়া আরো উল্লেখ করেন ডাঃ তাপস কুমার তার কাছে মেডিকেল সার্টিফিকেট বাবদ ১০ হাজার টাকা ঘুষ দাবী করেন। কিন্তু ঘুষ না দেয়ায় এ ধরণের সার্টিফিকেট প্রদান করেছেন।