স্টাফ রিপোর্টার ॥ সরকারী ভূমিতে অবৈধভাবে সাইন বোর্ড সাটিয়েছে সন্ত্রাসী মিজান ও তার ভাইয়েরা। ওই সাইবোর্ড অপসারনের দাবী জানিয়ে হবিগঞ্জ সদর মডেল থানা সাধারণ ডায়েরী করা হয়েছে।
সাধারণ ডায়েরীতে বলা হয়, শহরের রাজনগর কবর স্থান এলাকার ৩৩ শতক রেলওয়ের ভূমি বৈধভাবে লীজ গ্রহন করেন সায়েদুজ্জামান সহ কয়েকজন। তারা ওই ভূমি ভোগদখল করে আসছেন। ইদানিং শহরের রাজনগর এলাকার চিহ্নিত সন্ত্রাসী গাজী মিজানুর রহমান ওরপে পিচ্চি মিজান ও তার ভাইয়েরা সরকারী ওই ভূমিতে সাইবোর্ড সাটিয়ে রেলওয়ের এ ভূমি দখলের চেষ্টায় লিপ্ত হয়েছে।
জিডিতে বলা হয়, গাজী মিজান সন্ত্রাসী ও নারী নির্যাতনকারী প্রকৃতির লোক। ইতিপূর্বে অবৈধ অস্ত্রসহ সে র্যাবের হাতে গ্রেফতার হয়েছে। নানা অপরাধের অভিযোগে সে একাধিক ব্যাব-পুলিশের হাতে গ্রেফতার হয়। জিডিতে বলা হয়, লীজগ্রহীতারা ভূমি আবাদে গেলে আইন শৃংখলা অবনতির আশংকা রয়েছে। তাই সরকারী ভূমিতে সাটানো অবৈধভাবে সাইন বোর্ড অপসারণ ও অবৈধভাবে সাইন বোর্ড সাটানোকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়।