স্টাফ রিপোর্টার ॥ রবিবার হেডওয়ে মডেল স্কুল বেবী স্ট্যান্ড ক্যাম্পাসের শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মশিউর রহমান শামীম, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ ফজলুর রহমান, সাধারণ সম্পাদক শাহ ফখরুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক চ্যানেল আই ও বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, পৌর কাউন্সিলর মোঃ আলমগীর হোসেন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর অর্পনা পাল, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট সুলতান মাহমুদ, হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিনুল হক, হবিগঞ্জ পৌর যুবলীগের সভাপতি শফিকুজ্জামান হিরাজ, জেলা ছাত্রলীগ সভাপতি ডাঃ ইশতিয়াক রাজ চৌধুরী, রিচি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরী পারভেজ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ডাঃ সৈয়দ মোহাম্মদ আলী কাজল, এডঃ পরিতোষ রঞ্জন চৌধুরী, এডঃ মোল্লা আবু নাঈম মোঃ শিবলী খায়ের, এডঃ সামছুল আলম উজ্জ্বল, মোঃ জাহির মিয়া, মোঃ আওলাদ মিয়া, হবিগঞ্জ কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমত আরা বেগম, সহকারী শিক্ষিকা গীতা রানী শীল, রেবেকা সুলতানা, অভিভাবক সদস্য শাম্মী আক্তার, প্রতিমা পাল, সুমা আচার্য্য, জনি, মিশন, রুবেল, আমিনুল, হেডওয়ে মডেল স্কুলের পরিচালনা কমিটির সদস্য মোঃ জালাল উদ্দিন শাওন, মোঃ নজরুল ইসলাম কবীর, প্রধান শিক্ষক রবীন্দ্র কুমার দাস, সহকারী শিক্ষক ও সকল ছাত্রছাত্রীবৃন্দ। এছাড়াও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে দোয়া পরিচালনা করেন হবিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলহাজ্ব মোঃ আব্দুল মজিদ। প্রধান অতিথি আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির ও অন্যান্য অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয় হেডওয়ে স্কুল থেকে গত জে.এস.সি পরীক্ষায় এপ্লাস প্রাপ্ত শিক্ষার্থীবৃন্দ এবং প্রধান অতিথিকে সম্মাননা স্মারক তোলে দেন হেডওয়ে মডেল স্কুলের পরিচালনা কমিটির সদস্য ও শিক্ষকবৃন্দ। প্রধান অতিথি হেডওয়ে মডেল স্কুলের ছাত্রছাত্রীদের ল্যাপটপ ক্রয়ের জন্য ১ লাখ টাকা অনুদান ঘোষণা করেন এবং হেডওয়ে মডেল স্কুলকে নিজস্ব ক্যাম্পাসে স্থানান্তরের জন্য সহযোগিতার আশ্বাস দেন। এছাড়া নিজস্ব ক্যাম্পাসে স্থানান্তর হলে অবকাঠামো নির্মাণের জন্য ১০ লাখ টাকা অনুদান প্রদানের প্রতিশ্র“তি দেন। এছাড়াও সরকারের বিনামূল্যে বই বিতরণ, তথ্য প্রযুক্তির উন্নয়ন, বিদ্যুৎ উন্নয়ন, হবিগঞ্জের শিক্ষা ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন সম্পর্কে সরকারের সফলতা তোলে ধরেন। অন্যান্য অতিথিবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন শহীদ উদ্দিন চৌধুরী, মোঃ ফজলুর রহমান, মোঃ মশিউর রহমান, মোঃ শফিকুজ্জামান হিরাজ, ডাঃ ইশতিয়াক রাজ চৌধুরী। প্রধান অতিথি ও অন্যান্য অতিথিদের আগমনে হেডওয়ে মডেল স্কুলের পরিচালনা কমিটির সকল সদস্য, শিক্ষক কর্মচারী ও ছাত্রছাত্রীদের জন্য এই দিনটি স্মরণীয় হয়ে থাকবে।