স্টাফ রিপোর্টার ॥ প্রবীন হিতৈষী সংঘের সহ-সভাপতি, হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মরহুম আলহাজ্ব এডঃ আমীর হোসেন স্মরণে এক শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাদ মাগরিব প্রবীন হিতৈষী সংঘের উদ্যোগে আয়োজিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন সংঘের সভাপতি মোঃ শরীফ উল্লাহ। সংঘের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামছুদ্দিন আহম্মদের পরিচালনায় বক্তব্য রাখেন, মোঃ বদর উদ্দিন, অনুকুল দাশ, আলহাজ্ব মোঃ সাহেব আলী, অধ্যাপক গোকুল চন্দ্র দাশ, আব্দুল বারী লস্কর, আলহাজ্ব মোঃ শাহজাহান খান, অজিত কুমার সূত্রধর, আবু নাঈম মৃধা, মোঃ আব্দুল হাসিব চৌধুরী, অধ্যক্ষ ইকরামুল ওয়াদুদ, মোঃ আব্দুল মতিন চৌধুরী প্রমুখ। স্মরণ সভা শেষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।