শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণি পড়ুয়া ছাত্রীর শ্লীলতাহানীর বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাতে শায়েস্তাগঞ্জ সচেতন ছাত্র যুব পরিষদের ব্যানারে রেলওয়ে পাকিং থেকে এ মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে।
পরে মাসুদুর রহমান বাবুুর সভাপতিত্বে ও মোশারফ হোসেন শাহেদের পরিচালনায় অনুষ্ঠিত পথ সভায় বক্তব্য রাখেন এডভোকেট হুমায়ূন কবীর সৈকত, রাজু বিশ্বাস, হারুন সাই, পৌর কাউন্সিলর জিতু আহমেদ মাখন, আওয়ামীলীগ নেতা জিতু লস্কও সেন্টু রায় প্রমুখ।
এ মিছিলে শায়েস্তাগঞ্জের তৃণমূলের শত শত লোকজন অংশগ্রহণ করেন। এদিকে ছাত্রীর পিতা নির্মল রায় বাদী শায়েস্তাগঞ্জ থানায় অভিযোগ করেছেন।
এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, অভিযোগ পাওয়া গেছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তিনি জানান, পুলিশ বখাটের গ্রেফতারের জন্য আপ্রাণ চেষ্টা করছে।
উল্লেখ্য, বিজয় দিবসের দিন অনুষ্ঠান চলাকালে স্কুলে প্রবেশ করে বখাটেরা শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণি পড়ুয়া ছাত্রীকে শ্লীলতাহানী করে।