প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের অন্তর্গত ৪৬ নং সোমেশ্বরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। উক্ত দিবসে আলোচনা সভা, খেলাধুলা, রচনা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন এবং বিজয়ী প্রতিযোগিতাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ম্যানেজিং কমিটির সভাপতি শেখ কামাল আহমেদ এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক দীপংকর রায়ের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মমিনুল ইসলাম মমিন। বিশেষ অতিথি ছিলেন জালাল আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাত্রী রাণী রায়, আছমা, নাজমুন্নাহার, শাহেনা আক্তার। ম্যানেজিং কমিটির সদস্য রথীন্দ্র দাস, লক্ষী রাণী শীল প্রমূখ।