বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলা সদরের মৌচাক পয়েন্টে এক রাতে দু’টি দোকানে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। চোরেরা ওই দোকানগুলো থেকে দেড় লক্ষাধিক টাকার মালামাল লুট করেছে। ঘটনাটি ঘটেছে বিজয় দিবসের রাতে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলা সদর সংলগ্ন মৌচাক পয়েন্টের মেসার্স আলী ফিস ফিড এন্ড সলিউশন কর্ণার ও পার্শ্ববর্তী ফেরদৌস ভেরাইটিজ স্টোর এর দোকানের সার্টারের তালা ভেঙে বিজয় দিবসের রাতে চোরেরা প্রবেশ করে। এ সময় চোরেরা ওই দোকানগুলো থেকে নগদ টাকা, টিভি, মোবাইল ফোন, মোবাইল রিচার্জ কার্ড সহ বিভিন্ন ধরনের প্রায় দেড় লাখ টাকার মালামাল লুট করে নেয়। সকাল বেলা দোকান খোলতে গিয়ে দোকান মালিকরা বিষয়টি লক্ষ্য করেন। পরে বাহুবল মডেল থানা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।