প্রেস বিজ্ঞপ্তি ॥ দেশ ও জাতি গঠনের যোগ্য নাগরিক হিসাবে গড়ে তুলতে আধুনিক শিক্ষা ও যথাযোগ্য সেবাই উদয়ন বিদ্যাপীঠ এর এই স্লোগানকে সামনে রেখে ঢাকা- সিলেট মহা সড়ক সংলগ্ন আউশকান্দি-হীরাগঞ্জ বাজার কিবরিয়া রোর্ডস্থ এফডি সুপার মার্কেটে “উদয়ন বিদ্যাপীঠ” এর শুভ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা, অভিভাবক সমাবেশ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। গত বৃহস্পতিবার সকাল ১১ঘটিকার সময় হীরাগঞ্জ বাজার কিবরিয়া রোর্ডস্থ এফডি সুপার মার্কেটে উদয়ন গ্র“পের চেয়ারম্যান প্রফেসর আব্দুল হাই এর সভাপতিত্বে ও আউশকান্দি হীরাগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির কোষাধক্ষ্য আব্দুর নুর ও শাহ আশরাফ আলীর যৌথ পরিচালনায় শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, আউশকান্দি-হীরাগঞ্জ বাজার জামে মসজিদের ঈমাম মাওলানা আব্দুল হাদি। গীতাপাঠ করেন, ডাঃ অখিল চন্দ্র সূত্রধর। স্বাগত বক্তব্য রাখেন, উদয়ন বিদ্যাপীঠ এর প্রিন্সিপাল বিদ্যুৎ চন্দ্র পাল, উদয়ন বিদ্যাপীঠ এর পরিচালক কমিটির সাধারন সম্পাদক ও উদয়ন বিদ্যাপীঠের প্রতিষ্ঠাতা সদস্য হাজী আব্দুল হামিদ নিকছন। এতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সাধারন সম্পাদক গোলাম রব্বানি, যুবলীগ নেতা ও ইউপি সদস্য খালেদ আহমদ জজ, ইউপি সদস্য উস্তার মিয়া, শিক্ষানুরাগী আব্দুল আহাদ, মাওঃ আলতাব উদ্দিন, দেওতৈল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মুকিত, যুবদল নেতা ক্বারী আব্দুল কাইয়ুম, আনন্দ সংগীত একাডেমীর সভাপতি শিল্পী খালেদ আহমদ, সাবেক সভাপতি ডাঃ নাজমুল হক চৌধুরী পলাশ, মোঃ শওকত মিয়া, ডাঃ ফয়েজ আহমদ প্রমূখ।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, হাজী নজিম উল্লাহ, হাজী আব্দুর রুপ, হাফেজ কুতুব উদ্দিন, খলিল মিয়া, হাজী মসুদ মিয়া, হাজী আব্দুল আহাদ, সিরাজ মিয়া, মাকুল মিয়া, আয়ুব উল্লাহ, এলেমান মিয়া, আব্দুল করিম তুতা, মাসুদ খাঁন, কামরুল হাসান বাবুল, উদয়ন বিদ্যাপীটের প্রতিষ্ঠাতা মশাহিদ চৌধুরী ও উদয়ন বিদ্যাপীটের প্রতিষ্ঠাতা সদস্য জাহিদুর রহমান, চ্যানেল এস ও হবিগঞ্জ সমাচার পত্রিকার নবীগঞ্জ প্রতিনিধি বুলবুল আহমদ, অন- লাইন সময়ের যাত্রী পত্রিকার সম্পাদক সুলতান মাহমুদ, কুঠির ব্যবসায়ী আজির উদ্দিন, উদয়ন বিদ্যাপীঠের শিক্ষক রিপন পাল, শিক্ষিকা নাহিদা আক্তার, শাহ শামীমা বেগম।