প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ হাইস্কুল এন্ড কলেজের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ১৬ ডিসেম্বর শুক্রবার বেলা ১১টায় হবিগঞ্জ হাইস্কুল এন্ড কলেজ মাঠে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ মোঃ আলহাজ্ব আবুল লেইছের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ মাহবুব কামাল খান চৌধুরী, সিনিয়র শিক্ষক মাওলানা মোঃ আনোয়ার আলী, মোঃ আব্দুস সালাম, মোঃ জহিরুল ইসলাম, আলহাজ্ব সুফিয়া আক্তার, মাওলানা মাহবুবুর রহমান, শংকরী বনিক, সাবিনা চৌধুরী, সাবিনা ইয়াসমিন, সুধির চন্দ্র দে, সেলিনা আক্তার, শিউলি রানী দাস, তাহমিনা আক্তার, খোদেজা আক্তার, বিপ্লব কুমার দাস, পংকজ কান্তি তালুকদার, আক্তার নাহার পলি, মোঃ দুলাল মিয়া তালুকদার, রওশনারা বেগম, সুবর্না নার্গিস, কানিজ ফাতেমা, মনীরানী পাল, গৌরী রানী, নার্গিস পারভিন, শিরিন আক্তার, শাহ ফারজানা, ফারজানা চৌধুরী, তাসলিমা আক্তার প্রমুখ।
বক্তাগণ বলেন, আজ আমরা একটি স্বাধীন দেশে বসবাস করছি। আজকের এদিনে মহান মুক্তিযোদ্ধাদের কথা মনে পড়ে। নেতৃবৃন্দ আরো বলেন যে, জাতির পিতার জন্ম না হলে হয়তো স্বাধীনতা আসতনা, তার ঐতিহাসিক ভাষনগুলো আজো আমাদের মনে পড়ে।