প্রেস বিজ্ঞপ্তি ॥ আগামী ২২ ডিসেম্বর বৃহষ্পতিবার হবিগঞ্জ প্রেসক্লাবে বাংলাদেশ খেলাফত মজলিসের ২৭তম প্রতিষ্টা বার্ষিকী উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভাকে সফল ও সার্থক করার লক্ষ্যে গত ১৩ডিসেম্বর সোমবার বিকালে বাংলাদেশ খেলাফত মজলিস বাহুবল থানা শাখার উদ্যোগে অস্থায়ী কার্যালয়ে এক পরমর্শ সভা অনুষ্টিত হয়েছে। মাওলানা মাওলানা আব্দুল ওয়াদুদ-এর সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন জেলা সভাপতি মাওলানা মোঃ আব্দুল্লাহ আকীলপুরী, জেলা সেক্রেটারী মাওলানা মোঃ আনোয়ার আলী, থানা সেক্রেটারী মাওলানা আব্দুল আহাদ আজাদ, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা আব্দুশ শহীদ, মাওলানা আব্দুল খালিক প্রমুখ।
এদিকে উক্ত সম্মেলনকে সফল করতে গত ১৪ ডিসেম্বর মঙ্গলবার বিকালে বামৈ বাজারে লাখাই থানা শাখার উদ্যোগে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। থানা সভাপতি আলহাজ্ব মাওলানা আমিমুল এহসান মাছুমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা সেক্রেটারী মাওলানা মোঃ আনোয়ার আলী, জেলা নির্বাহী সদস্য মাওলানা খাইরুল ইসলাম, থানা সেক্রেটারী হাফেজ জাহাঙ্গীর আলম, মাওলানা শফিকুল ইসলাম, হোসাইন, মাওলানা মোশাররফ হোসাইন, মাওলানা শামছুল ইসলাম প্রমুখ।
বক্তাগন বলেন হবিগঞ্জ প্রেসক্লাবে বাংলাদেশ খেলাফত মজলিসের ২৭তম প্রতিষ্টা বার্ষিকী উদযাপন উপলক্ষে সংগঠনের জেলা শাখা কর্তৃক আয়োজিত আগামী ২২ ডিসেম্বরের সম্মেলনকে সফল করতে সকলকে একযুগে কাজ করতে হবে।