শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৬:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরের খোয়াই জেনারেল হাসপাতালে তালা ঝুলিয়ে দিয়েছে স্বাস্থ্য বিভাগ শায়েস্তাগঞ্জে ফসলি জমি থেকে মাটি কেটে ভরাট হচ্ছে পুকুর নবীগঞ্জে সিএনজি স্টেশন দখল নিয়ে উত্তেজনা বহুলায় অগ্নিকাণ্ড ॥ অল্পের জন্য রক্ষা পেয়েছে কয়েকটি বাড়ি রিমান্ড শেষে যুবলীগ নেতা আলমগীরকে কারাগারে শহরের উমেদনগরে দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার চুনারুঘাট প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবিগঞ্জ শহরের উমেদনগর শিল্পনগর এলাকার ব্যবসায়ী হামিদ মিয়া আর নেই নবীগঞ্জে প্রতিপক্ষেও হামলায় এক ব্যক্তি আহত উৎসব মুখর পরিবেশে নবীগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন ॥ এটিএম সালাম সভাপতি, ছনি চৌধুরী সম্পাদক

সাংবাদিক আমির হোসেন স্মরণে প্রেসক্লাবে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত

  • আপডেট টাইম শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০১৬
  • ৪৫২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি মরহুম আলহাজ্ব এডভোকেট আমির হোসেন স্মরণে এক শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। হবিগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির এমপি।
প্রেসক্লাব সভাপতি মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট শাহ ফখরুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠিত শোক সভায় বিশেষ অতিথি ছিলেন সাবেক এমপি ও জেলা আইনজীবি সমিতির সভাপতি এডঃ আব্দুল মোচ্ছাব্বির, হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, সিনিয়র আইনজীবি এডঃ আব্দুল মতিন খান, সাবেক পিপি দেওয়ান মসউদ চৌধুরী, সিনিয়র আইনজীবি এডঃ আব্দুল মোত্তালিব চৌধুরী।
বক্তব্য রাখেন, এডঃ হাসিব চৌধুরী, সাবেক শিক্ষা কর্মকর্তা ফরিদ উদ্দিন আহমেদ, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শামীম আহছান ও হানুরুর রশিদ চৌধুরী, প্রতিদিণের বাণীর সম্পাদক শাবান মিয়া, সমাচার সম্পাদক গোলাম মোস্তফা রফিক, প্রেসক্লাবের সহ-সভাপতি সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, সাবেক সহ-সভাপতি এডঃ আব্দুস শহীদ, আব্দুল বারী লস্কর, সাবেক ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, সাবেক সাধারণ সম্পাদক এডঃ নির্মল ভট্টাচার্য্য রিংকু ও চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, তরফ বার্তা সম্পাদক ফারুক উদ্দিন চৌধুরী, দৈনিক আয়না সম্পাদক রাশেদ খান, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি সায়েদুজ্জামান জাহির, সাধারণ সম্পাদক শাকিল চৌধুরী, জেলা সাংবাদিক ফোরাম সভাপতি রাসেল চৌধুরী, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম কহিনূর, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আবু সালেহ মোঃ নূরুজ্জামান চৌধুরী শওকত, কোষাধ্যক্ষ শরীফ চৌধুরী, সাংবাদিক সৈয়দ মোফাজ্জল সাদাত মুক্তা, হাফিজুর রহমান নিয়ন, এম এ হালিম, এডঃ এম এ মজিদ, কে এম ওয়াহাব নাঈমী, মরহুম আমির হোসেনের একমাত্র পুত্র জুলফিকার হোসেন তানজির।
এছাড়াও উপস্থিত ছিলেন, আব্দুল জলিল, নূরুজ্জামান ভূইয়া মামুন, প্রদীপ দাশ সাগর, জিয়া উদ্দিন দুলাল, শ্রীকান্ত গোপ, পাবেল খান চৌধুরী, সালাম চৌধুরী, এসকে সাগর, নূরুল হক কবির, মোঃ ছানু মিয়া, সুরুজ আলী, সিদ্দিকুর রহমান মাসুম, কামরুল হাসান, রনু বিশ্বাস, আব্দুর রউফ সেলিম, নজরুল ইসলাম, আনোয়ার হোসেন, এম কাউছার আহমেদ, জাকারিয়া চৌধুরী, খান রাহাত ফেরদৌস চপল, এম সজলু, এম এ হাকিম, কাউছার চৌধুরী মামুন, এম এ আজিজ সেলিম, শাহ আলম, রোটারিয়ান শ্যামল প্রমূখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে এডঃ মোঃ আবু জাহির এমপি বলেছেন, মানুষ মরনশীল। আমাদের সকলকে মরতে হবে। কিন্তু কিছু কিছু মৃত্যু পীড়া দেয়। তেমনী এডঃ আমির হোসেনের মৃত্যু আমাদের পীড়া দিচ্ছে। আমির হোসেন সবসময় হবিগঞ্জের উন্নয়নে কাজ করে গেছেন। তিনি সকলকে চিকিৎসায় সতর্কতা অবলম্বন করার আহ্বান জানান।
পরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ পরিচালনা করেন ক্লাব সদস্য মুফতি মাওঃ খন্দকার মোঃ নাসির উদ্দিন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com