লন্ডন প্রতিনিধি ॥ গত ১৩ ডিসেম্বর রোজ মঙ্গলবার পূর্ব লন্ডনের ব্রীকলেনে আমারগাও রেষ্টুরেন্টে বৃন্দাবন সরকারী কলেজ এক্স-ষ্টুডেন্ট এসোসিয়েশন ইউকের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাসে হবিগঞ্জের ভূমিকা শীর্ষক এক আলোচনা সভা অনুষ্টিত হয়। সংগঠনের সিনিয়র সহ-সভাপতি এ রহমান অলি এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খায়ের জামান জাহাঙ্গীর এর পরিচালনায় বক্তব্য রাখেন পৃষ্টপোষক জুবায়ের আহমেদ, উপদেষ্টা সৈয়দ মোস্তাক আহমেদ, দেওয়ান হাবিব চৌধুরী, কার্যকরী সদস্য মারুফ চৌধুরী, জালাল আহমেদ, ব্যারিস্টার আশরাফুল আলম চৌধুরী, সহসভাপতি দেওয়ান সৈয়দ রব মোর্শেদ, কামাল চৌধুরী, যুগ্ম সম্পাদক সাদী আদিত্য, সংগঠনিক সম্পাদক শাহজাহান কবির, শাহ ফয়েজ প্রমুখ। সভায় মুক্তিযুদ্ধের গৌরবগাঁথা ইতিহাসে হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন কর্মকান্ড পরিলক্ষিত হয়, যা মুক্তিযুদ্ধের ইতিহাসে হবিগঞ্জের নাম স্বর্নাক্ষরে লিখা আছে। সভায় মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী হবিগঞ্জের কৃতি সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। ভবিষ্যতে মুক্তিযুদ্ধে হবিগঞ্জের ভূমিকাকে বহুল প্রচার করার জন্য বৃন্দাবন কলেজ এক্স-ষ্টুডেন্ট এসোসিয়েশন ইউকের সকল কর্মীরা একযুগে কাজ করবেন বলে মতামত ব্যক্ত করেন। আগামী সপ্তাহে সংগঠনের উপদেষ্টা সৈয়দ মোস্তাক আহমেদ এর পবিত্র ওমরা হজ্জে গমন ও সাধারণ সম্পাদক খায়ের জামান জাহাঙ্গীর এর বাংলাদেশে গমন উপলক্ষে উনাদের সুস্থ, সুন্দর ও নিরাপদ ভ্রমনের জন শুভকামনা করা হয়।