স্টাফ রিপোর্টার ॥ মরহুম এডভোকেট আমির হোসেনের মৃত্যুতে জেলা এডভোকেট সমিতির উদ্যোগে এক শোক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে জেলা বার লাইব্রেরীর ২য় শাখায় অনুষ্ঠিত শোক সভায় সভাপতিত্ব করেন জেলা এডভোকেট সমিতির সভাপতি এডভোকেট আব্দুল মোছাব্বির।
সাধারণ সম্পাদক এডভোকেট জমসেদ মিয়ার পরিচালনায় এতে বক্তব্য রাখেন, সর্ব এডভোকেট আব্দুল মজিদ খান এমপি, আহসানুল বর চৌধুরী, সইদুল বর চৌধুরী, তোরাব আলী খন্দকার, মোফাজ্জল হোসেন, আব্দুর নূর খান, মনোয়ার আলী, ত্রিলোক কান্তি চৌধুরী বিজন, এ আর আকল মিয়া, আকবর হোসেন জিতু, আবদুর রউফ, আব্দুস শহীদ, আলাউদ্দিন তালুকদার, মুরলী ধর, বদরু মিয়া, লুৎফুর রহমান, নূরুজ্জামান, কুতুব উদ্দিন, মঞ্জুর উদ্দিন শাহীন, সুবির রায়, আবুল আজাদ, নজরুল ইসলাম, লুৎফুর রহমান, মুদ্দত আলী, মুহিত চৌধুরী, জুনায়েদ প্রমূখ। বক্তারা মরহুম আমির হোসেনের স্মৃতিময় বর্ণাঢ্য জীবনের আলোচনা করে তার রুহের মাগফেরাত কামনা করেন। সভায় শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।