প্রেস বিজ্ঞপ্তি ॥ গত মঙ্গলবার পবিত্র ১২ই রবিউল আউয়াল শরীফ উপলক্ষে গাউছিয়া কমিটি হবিগঞ্জের উদ্যোগে কেন্দ্রী আঞ্জুমানের নির্দেশে শায়েস্তানগরস্থ গাউছিয়া একাডেমী ও প্রি-ক্যাডেট মাদ্রাসা প্রাঙ্গণ থেকে এক আজিমুশ্শান নূরানী জশ্নে জুলুছ বের করা হয়। গাউছিয়া কমিটির প্রত্যন্ত অঞ্চলের সকল পীর ভাইগণ ও শহরের বিভিন্ন মসজিদের ইমাম-মুসল্লীগণ ও মাদ্রাসার ছাত্র-শিক্ষকগণকে নিয়ে গাউছিয়া কমিটির জেলা নেতৃবৃন্দের তত্ত্বাবধানে প্রখট শীতের মধ্যে বাদ ফজর হাজারো আশেকে রাসুল ইয়া নবী সালামু আলাইকা ধ্বনির সাথে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় গাউছিয়া কমপ্লেক্সে এসে এক আলোচনা সভায় মিলিত হন। সাবেক সাংসদ আলহাজ্ব চৌধুরী আব্দুল হাই এডভোকেট এর সভাপতিত্বে ও অধ্যক্ষ গোলাম সারওয়ারের সঞ্চালনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর বিষয়ে সারগর্ব বক্তব্য রাখেন মাওঃ আব্দুল আলীম, মাওঃ নাছির উদ্দিন, মাওঃ হাবিবুর রহমান, কাজী মুফতি ফজলুল হক, কাজী মাওঃ সাইফুল মোস্তফা, মাওঃ আব্দুল মালিক, মুফতি আব্দুস সহিদ, মাওঃ সৈয়দ আজহার আহমদ প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ সফিউল আলম চৌধুরী, এডভোকেট আঞ্জব আলী, ডাঃ আব্দুল ওয়াহিদ, মোঃ লুৎফুর রহমান, হাজী হারুনুর রশিদ, মোঃ নুরুল ইসলাম, মোঃ আইয়ূব আলী, মোঃ আব্দুল আজিজ, মাওঃ আজিজুল ইসলাম খান, এডভোকেট আব্দুল আজিজ সোহেল, দেওয়ান মাসুদুর রহমান চৌধুরী, মোঃ হামিদুল হক চৌধুরী, মোঃ হাবিবুর রহমান প্রমুখ। পরিশেষে উপস্থিত সকলকে নিয়ে মিলাদ মোনাজাত শেষে তাবারোক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।