নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে শহীদ বুদ্ধিজীবি দিবস যথাযথ মর্যাদায় উদযাপিত হয়েছে। উক্ত দিবস উপলক্ষে গতকাল বুধবার বিকালে নবীগঞ্জ উপজেলা পরিষদ ও প্রশাসনের উদ্যোগে পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার তাজিনা সারোয়ার এর সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ-বাহুবল এলাকার সংসদ সদস্য এমএ মুনিম চৌধুরী বাবু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, সহকারী কমিশনার (ভূমি) জিতেন্দ্র কুমার নাথ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা দুলাল উদ্দিন, মৎস্য কর্মকর্তা রাশেকুজ্জামান, যুব উন্নয়ন অফিসার মনিরুল ইসলাম, জনস্বাস্থ্য অফিসার ফারুক ইসলাম, ইউআরসি জাকির হোসেন, শিক্ষা অফিসার সাদেক হোসেন প্রমুখ।