নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহব্বায়ক আবুল কালাম মিটুর পিতা ফিরোজ মিয়া (৮০) আর নেই। মঙ্গলবার দুপুর ১২টায় বাধ্যক্যজনিত কারণে সিলেট নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…..রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র সন্তান সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগাহী রেখে গেছেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শেখ সুজাত মিয়াসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। পৃথক পৃথক বাণীতে গভীর শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
গতকাল বুধবার ১১টায় নবীগঞ্জ উপজেলার কর্শি ইউনিয়নের এনাতাবাদ গ্রামে অনুষ্টিত জানাযার নামাজে উপস্থিত ছিলেন নবীগঞ্জ পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, কেন্দ্রীয় যুবলীগ সদস্য মুকিত চৌধুরী, কুর্শি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান খালেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান শেফু, সাংগঠনিক সম্পাদক শিহাব আহমেদ চৌধুরী, পৌর বিএনপির সহ-সভাপতি মুশফিকুজ্জামান চৌধুরী নোমান, যুবদলের সাধারণ সম্পাদক সোহেল আহমেদ চৌধুরী রিপন, পৌর যুবদলের আহব্বায়ক আব্দুল বাকির চৌধুরী এমরান, যুবলীগের যুগ্ম আহব্বায়ক রাহেল চৌধুরী, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম ছাত্রদলের আহব্বায়ক মিজানুর রহমান জুয়েল, সাবেক যুগ্ম সম্পাদক রায়েছ আহমেদ চৌধুরী, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মুসাইদ আহমেদ মুরাদ, যুগ্ম আহব্বায়ক জহিরুল ইসলাম সোহেল, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহব্বায়ক যথাক্রমে, জিতু মিয়া সেন্টু, শাহ্ রুহেল আহমেদ, ছায়েদ আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল সরদার, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুর মিয়া, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান জামাল, সহ-সভাপতি নুরুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক ময়নুল আমীন বুলবুল, শামীম চৌধুরী, চৌধুরী ফয়ছল সোয়েব, ফারুক মিয়া, উপজেলা মৎস্যজীবি দলের আহব্বায়ক সাহেব আলী, সাংবাদিক তৌহিদ চৌধুরীসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও বিভিন্ন রাজনীতিক, সামাজিক, সাংবাদিক, সুশীল সমাজ সহ বিভিন্ন শেণ্রী পেশার হাজারো ও মানুষ। জানাযার নামাজ শেষে মরহুমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।