বানিয়াচং প্রতিনিধি ॥ মহান মুক্তিযুদ্ধে পাকহানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসর আল-বদর, আল-শামস বাহিনীর হাতে শাহাদত বরণকারী শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এবং তাদের স্বপ্নের সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের শপথ নিয়ে বানিয়াচংয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী বানিয়াচং উপজেলা শাখা। গতকাল সন্ধ্যায় স্থানীয় উপজেলা পরিষদ মাঠ থেকে একটি আলোর মিছিল বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধ স্মৃতিসৌধে প্রদীপ প্রজ¦লন ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা উদীচীর সহ-সভাপতি ভানু চন্দ্র চন্দ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিপন চন্দ্র দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা রিপোটার্স ইউনিটির সভাপতি যোদ্ধাহত মুক্তিযোদ্ধা শেখ নমীর আলী, জীপ-মিনিবাস মালিক সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা এম.এ হায়দার, কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ আলী, বানিয়াচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও জেলা উদীচীর সদস্য ইমদাদুল হোসেন খান, মানবাধিকার কমিশনের সহ-সভাপতি সজল কান্তি গোপ, ছাত্রলীগের সভাপতি এম. এ হালিম সোহেল ও বাসদ নেতা তৌহিদুর রহমান পলাশ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল কাইউম, ৩য় শ্রেণী সরকারী কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মহিউদ্দিন আগাখান, কৃষকলীগের সাধারণ সম্পাদক শামছুল হক ঠাকুর শেবুল, সানক্রেড ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের এফ.এফ অরবিন্দ দাশ, সাংবাদিক ও মানবাধিকার কর্মী আনোয়ার হোসেন, উদীচীর সাংগঠনিক সম্পাদক কাউসার মিয়া, সদস্য দেবাশীষ চৌধুরী, দূর্জয় দাশ স্মরণ, ব্রাক ব্যাংকের কাস্টমার রিলেশনশীপ অফিসার রিপন সিংহ, ছাত্র ইউনিয়ন নেতা দীপ্ত দাশ রাজন, তোফায়েল আহমেদ, আজহারুল ইসলাম শিমুল, মোঃ লেবু মিয়া, মোঃ রমজান মিয়া, সনজিত দেব, ফরহাদ আহমেদ, নুরুল আমীন, মিঠু দাশ, হামিদুর রশিদ জিলু, শামীম মিয়া, শাহ আহমদ, রবিন আচার্য্য, উবায়দুর রহমান প্রমূখ।