প্রেস বিজ্ঞপ্তি ॥ ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদ- এ- মিলাদুন্নাবী (সাঃ) উদযাপন উপলে গত মঙ্গলবার বাংলাদেশ আওয়ামী ওলামালীগ হবিগঞ্জ জেলা কমিটির উদ্যোগে সকাল সাড়ে ৮ ঘটিকার দিকে এক মিলাদ ও দোয়ার আয়োজন করে। পৌরসভার ফোরকানিয়া মাদ্রাসায়, এতে অংশগ্রহণ করেন কমিটির সভাপতি মাওলানা আব্দুল মজিদ, সাধারণ স¤পাদক ক্বারী আলহাজ্ব আব্দুল জলিল সহ সাধারণ স¤পাদক সৈয়দ মামুনুর রশিদ, মাওলানা নূর মোহাম্মদ, মাওলানা আব্দুর রশিদ, মাওলানা জাহাঙ্গীর আলম, মাওলানা শাহজাহান, মাওঃ অলিউর রহমান, মাওঃ মুজিবুর রহমান, মাওলানা সমুজ আলী, মাওলানা মুক্তার হোসেন, ক্বারী হেলাল উদ্দিন, মাওলানা নাসির উদ্দিন, মাওলানা ইউসুফ আলী প্রমুখ।
মিলাদ শেষে দোয়ায় বাংলাদেশ সহ বিশ্ব মুসলিম উম্মাহর সুখ শান্তি কামনা করা হয়। শেষে জেলা ওলামালীগের নেতাকর্মীরা আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় পরিষদের জশনে জুলুসে যোগদান করেন।