স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে পাইকপাড়া নামক স্থানে সিএনজি অটোরিকশা উল্টে চালকসহ ৫ যাত্রী আহত হয়েছে। গত মঙ্গলবার রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। চালক জানায়, ঘন কুয়াশার কারণে দেখতে না পাওয়ায় এ দুর্ঘটনা ঘটে। আহত সুত্রে জানা যায়, হবিগঞ্জ থেকে যাত্রীবাহি একটি সিএনজি অটোরিকশা শায়েস্তাগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা হয়। উল্লেখিতস্থানে পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিটি উল্টে যায়। আহত অবস্থায় উজ্জল (২৭) ও আব্দুল হাই (৩৫) এবং আঙ্গুর মিয়া (২২) কে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।