স্টাফ রিপোর্টার, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং দক্ষিণ পূর্ব ইউনিয়ন পরিষদের ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ইউনিয়ন পরিষদের সভা কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন চেয়ারম্যান মাওলানা মোঃ হাবিবুর রহমান। ইউনিয়ন পরিষদের সচিব আলফাজ উদ্দিনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন মেম্বার আলিম উদ্দিন, ধন মিয়া, আঃ ছমেদ জমাদার, সৈয়দ আব্দুল মোনায়েম, ময়না মিয়া, আব্দুল জলিল, সৈয়দ নুরুল হুদা, ছামির আলী, মহিলা মেম্বার শামারূপ বিবি, মিরানন্দী, আমির হোসেন সর্দার, মাসুদ উল্লা খান, শিক্ষক ছানাউল হকসহ উপজেলা অফিসের বিভিন্নস্তরের কর্মকর্তাবৃন্দ, ইমাম ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য প্রতি ২মাস অন্তর অন্তর ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়ে থাকে। এতে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডসহ ইউনিয়ন পরিষদের যাবতীয় কাজকর্ম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।